মোহাম্মদ নূরুজ্জামান (বিচারপতি)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাননীয় বিচারপতি
মোহাম্মদ নূরুজ্জামান
আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
কাজের মেয়াদ
৩০ জুন ২০০৯ – ৩০ জুন ২০২৩
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৫৬-০৭-০১)১ জুলাই ১৯৫৬
কিশোরগঞ্জ (পূর্বে বৃহত্তর ময়মনসিংহ জেলার অন্তর্ভুক্ত)
জাতীয়তাবাংলাদেশী
পিতামাতামোহাম্মদ বজলুর রহমান (পিতা)
আমেনা বেগম (মাতা)
জীবিকাবিচারপতি

মোহাম্মদ নূরুজ্জামান বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতি।[১] তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।[২] সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ সাব ডিভিশনে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে তিনি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেন।[৩]

শিক্ষাজীবন[সম্পাদনা]

তিনি এম. এস. এস. (রাষ্ট্রবিজ্ঞান) ও এল এল. বি পড়াশোনা করেন।

কর্মজীবন[সম্পাদনা]

১৯৮৩ সালে জেলা আদালতের আইনজীবী এবং ১৯৮৭ সাল হতে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ৩০ জুন ২০০৯ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে উন্নীত হন এবং ০৬ জুন ২০১১ সালে একই বিভাগের স্থায়ী বিচারক নিযুক্ত হন।

তিনি ৯ অক্টোবর ২০১৮ সালে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারক হিসাবে নিয়োগ প্রাপ্ত হন।[৪][৫][৬]

বর্তমানে তিনি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৮ সদস্য বিশিষ্ট আপিল বেঞ্চের একজন সদস্য।[২] তিনি চেম্বার জাজ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর বিচারকদের তালিকা"। ২৮ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৯ 
  2. "আপিল বিভাগে নতুন নিয়োগপ্রাপ্ত বিচারপতিদের পরিচয়"। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২১ 
  3. প্রতিবেদক, নিজস্ব; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "আপিল বিভাগে নতুন তিন বিচারক"bangla.bdnews24.com। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "এক আসামির ফাঁসি দুইজনের যাবজ্জীবন বহাল"। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৯ 
  5. "বিচারপতি সৈয়দ মাহমুদ সার্চ কমিটির প্রধান"। ১৯ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৯ 
  6. "হস্তক্ষেপমুক্ত বিচার বিভাগ চান বিচারপতিরা"। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৯