মোহাম্মদ জায়ের রেজায়ী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোহাম্মদ জায়ের রেজায়ী
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামমোহাম্মদ জায়ের রেজায়ী
জাতীয়তা ইরান
জন্ম (1983-09-19) ১৯ সেপ্টেম্বর ১৯৮৩ (বয়স ৪০)
কাজভিনে، ইরান
পেশাশুটিং প্রশিক্ষক
ক্রীড়া
দেশইরান
প্রশিক্ষণবাংলাদেশ জাতীয় শ্যুটিং দলের প্রধান কোচ

মোহাম্মদ জায়ের রেজাই (জন্ম ২৩ জানুয়ারী, ১৯৮৩, কাজভিনে) তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় শ্যুটিং দলের একজন প্রাক্তন সদস্য এবং ইরানের ইসলামী প্রজাতন্ত্রের জাতীয় রাইফেল শ্যুটিং দলের প্রাক্তন কোচ। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় শ্যুটিং দলের প্রধান কোচ হিসেবে কর্মরত আছেন। [১]

ইরানের জাতীয় শ্যুটিং দলের কোচিং[সম্পাদনা]

জায়ের রেজাই 2009 থেকে 2018 সাল পর্যন্ত জাতীয় শ্যুটিং দলের কারিগরি কর্মীদের মধ্যে ছিলেন; ইরানের জাতীয় শ্যুটিং দলের সকল বয়সের প্রধান কোচ হিসেবে তার অভিজ্ঞতা রয়েছে, সেইসাথে সাম্প্রতিক বছরগুলিতে লাসজলো সুচাক, এলহাম হাশেমি, ইব্রাহিম ইনানলু সহ জাতীয় শ্যুটিং দলের প্রধান কোচদের সহযোগিতা এবং সহকারীর ইতিহাস রয়েছে। তার কোচিং ক্যারিয়ার।

সহকারী পদে থাকা এবং ইরানের সিনিয়র জাতীয় দলের প্রধান কোচদের সাথে কাজ করার পাশাপাশি তিনি ইরানের মৌলিক শ্যুটিং র‌্যাঙ্কের প্রধান কোচও ছিলেন।

বাংলাদেশ জাতীয় শ্যুটিং দল[সম্পাদনা]

মোহাম্মদ জাইর রেজাই ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের শেষ পর্যন্ত একটি চুক্তির সাথে ১২ জানুয়ারি, ২০২২ তারিখে বাংলাদেশ জাতীয় শ্যুটিং দলের নেতৃত্ব গ্রহণ করেন।

সূত্র[সম্পাদনা]

  1. "ISSF - International Shooting Sport Federation - issf-sports.org"www.issf-sports.org। সংগ্রহের তারিখ ২০২২-১০-০৯