মোহাম্মদ ইলিয়াস রাজী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মোহাম্মদ ইলিয়াস রাজী ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি ভারতের ওয়ার্কার্স পার্টির সদস্য। তিনি ১৯৫৭, ১৯৬৭, ১৯৬৯ এবং ১৯৭১ সালে হরিশচন্দ্রপুর কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় চারবার নির্বাচিত হন।[১]

১৯৮০ সালের ভারতীয় সংসদীয় নির্বাচনে ডব্লিউপিআই রায়গঞ্জ আসনে মোহাম্মদ ইলিয়াস রাজীকে প্রার্থী করে। তিনি ১৩,৫৫৪ ভোট (২.৮৯%) পেয়েছেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Communist Party of India (Marxist). West Bengal State Committee। Election results of West Bengal: statistics & analysis, 1952-1991। The Committee। পৃষ্ঠা 472। 
  2. Jawhar Sircar (১৯৯৯)। Parliamentary Elections in West Bengal, 1952-1999। Government of West Bengal। পৃষ্ঠা 114।