মে টাওয়ার বিগেলো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মে টাওয়ার বিগেলো (১৩ এপ্রিল ১৮৬৬ - ২৮ অক্টোবর ১৯৩৫) ছিলেন একজন শিল্পী, আইনজীবী, চিকিৎসক এবং কলোরাডো হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ১৯১৯ অধিবেশনে দায়িত্ব পালনকারী রাজ্য বিধায়ক।

জীবনী[সম্পাদনা]

তিনি ১৩ এপ্রিল, ১৮৬৬ সালে সেন্ট চার্লস, মিনেসোটাতে জন্মগ্রহণ করেন। [১] [২] তিনি নেব্রাস্কা স্টেট ইউনিভার্সিটি এবং র‌্যাডক্লিফ কলেজে পড়াশোনা করেছেন। [৩]

এরপর তিনি শিক্ষকতা শুরু করেন, তারপর নেব্রাস্কা স্টেট নর্মাল কলেজের (এখন কেয়ারনির নেব্রাস্কা বিশ্ববিদ্যালয়) গণিতের প্রশিক্ষক হতে অগ্রসর হন। [৪] এরপর তিনি আইন অধ্যয়ন করতে যান এবং নেব্রাস্কা বার পাস করেন। [৪]

তিনি একজন শিল্পী ছিলেন এবং একটি মেডিকেল প্রকাশনার জন্য চিত্র তৈরি করেছিলেন। [২] [৫]

তিনি একজন শিক্ষাবিদ এবং ব্যাংকার চার্লস ওয়েসলি বিগেলোকে বিয়ে করেন, [৬] [৪] ১৬ মে, ১৮৯১, [১] এবং তাদের চারটি সন্তান ছিল এবং তারা ডেনভারে চলে আসেন। [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Downs, Winfield Scott (১৯৩৪)। "Encyclopedia of American Biography: New Series" 
  2. Stone, Wilbur Fiske (১৯১৮)। "History of Colorado" 
  3. "The Harvard University Catalogue"। ১৯০১। পৃষ্ঠা 185–187। 
  4. "Murder Is Charge To Mrs Biglow (part 2)"The Daily Sentinel। ২৪ মে ১৯৩৫। পৃষ্ঠা 11। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২২ উন্মুক্ত প্রবেশাধিকারযুক্ত প্রকাশনা - বিনামূল্যে পড়া যাবে
  5. "Annals of Ophthalmology"। ১৯১৭। 
  6. "Murder Is Charge To Mrs Biglow (part 1)"The Daily Sentinel। ২৪ মে ১৯৩৫। পৃষ্ঠা 1। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২২ উন্মুক্ত প্রবেশাধিকারযুক্ত প্রকাশনা - বিনামূল্যে পড়া যাবে