মেহরান স্পাইস অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মেহরান স্পাইস অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ
ধরনপ্যাকেটজাত মশলা উৎপাদন
প্রতিষ্ঠাকালকরাচি (১৯৭৫)
বাণিজ্য অঞ্চল
পাকিস্তান, মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র
ওয়েবসাইটwww.mehrangroup.com

মেহরান স্পাইস অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ হচ্ছে পাকিস্তানের একটি খ্যাতিমান মশলা প্রক্রিয়াজাত কারখানা এবং কোম্পানি। ১৯৭৫ সালে সিন্ধু প্রদেশে কারখানা সর্বপ্রথম খোলে মেহরান।[১] শুরুর দিকে মশলা বানালেও মেহরান পরে চাল, লবণ, ডাল, তেল এগুলোও প্যাকেটজাত করে বিক্রি করা শুরু করে তাদের নিজস্ব ক্ষেত থেকে উৎপাদনের মাধ্যমে, এছাড়াও তাদের আচার এবং মিষ্টিও রয়েছে।[২] পাকিস্তানে জনপ্রিয়তা পাবার পর, এই মশলা কোম্পানি ১৯৯০-এর দশকে তাদের প্যাকেটজাত মশলাসমূহ বিশ্বের অন্যান্য দেশে পাঠাতে (রপ্তানি) শুরু করে।[১] পশ্চিমা দেশ যেমন জার্মানি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র সহ সিঙ্গাপুর, মালয়েশিয়াতেও এই মশলা বিক্রি হয়।[৩] ১৯৮৪ সাল থেকে ফেডারেশন অফ পাকিস্তান চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মেহরানকে ৩৩ বার "সেরা রপ্তানি পুরস্কারে" ভূষিত করেছে।[৩] এই শিল্প প্রতিষ্ঠানটি গুল মোহাম্মাদ লোত নামের এক ব্যক্তি গড়ে তুলেছিলেন থারপার্কার জেলা (সিন্ধু প্রদেশে)।[৪] মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মেহরান আরবীয় রন্ধনশৈলীর মশলা, আচার, চাটনি, কেচাপ, সসেজ - এইসব রপ্তানি করে।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Mehran Spice and Food Industries"The Nation (ইংরেজি ভাষায়)। ২০১১-১০-০৬। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৪ 
  2. Sulaiman, Ghazala (২০১৮-১২-২৬)। "Mehran Foods Wins Prime Minister's Award for Outstanding Services"Brandsynario (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-১৮ 
  3. Sponsored। "Mehran Spice and Foods Wins Best Food Brand of the Year Award" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৪ 
  4. People, Team (২০১৮-১২-২৩)। "Mehran Spice & Food: A legacy of Taste and Quality!"People Magazine Pakistan (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৩-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]