মেহরান ফাতেমি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মেহরান ফাতেমি
ইয়াজদের গভর্নর-জেনারেল
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৬ সেপ্টেম্বর ২০২১
রাষ্ট্রপতিইব্রাহিম রাইসি
পূর্বসূরীমোহাম্মদ আলী তালেবি
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৭৮
এসফান্দাবাদ, আবরকুহ, ইয়াজদ, ইরান
জাতীয়তাইরানী
রাজনৈতিক দলনীতিবাদী
প্রাক্তন শিক্ষার্থীইয়াজদ বিশ্ববিদ্যালয়

মেহরান ফাতেমি (ফার্সি: مهران فاطمی) একজন ইরানী রক্ষণশীল রাজনীতিবিদ। তিনি বর্তমানে ইয়াজদ প্রদেশের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন।[১]

প্রারম্ভিক জীবন এবং শিক্ষা[সম্পাদনা]

ফাতেমি ১৯৭৮ সালে ইয়াজদ প্রদেশের এসফান্দাবাদে জন্মগ্রহণ করেন। তিনি প্রাকৃতিক সম্পদ প্রকৌশলে স্নাতক ডিগ্রি এবং ইয়াজদ বিশ্ববিদ্যালয় থেকে আবহাওয়াবিজ্ঞান (জলবায়ু বিপত্তি) বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "فاطمی استاندار یزد شد"ISNA। ২০২১-০৯-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৬ 
  2. "مهران فاطمی استاندار جدید یزد کیست؟"safheeghtesad। ২০২২-০৫-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৬