মেসি (২০১৭-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মেসি
পরিচালকরিঙ্গো ব্যানার্জি
প্রযোজকপ্রদীপ চুড়িওয়াল
শ্রেষ্ঠাংশে
প্রযোজনা
কোম্পানি
ম্যাকনিল ইঞ্জিনিয়ারিং
মুক্তি
  • ২৬ মে ২০১৭ (2017-05-26)
দেশভারত
ভাষাবাংলা

মেসি হল ২০১৭ সালের একটি বাংলা ফুটবল চলচ্চিত্র, যা রিঙ্গো ব্যানার্জি দ্বারা পরিচালিত এবং প্রদীপ চুরিওয়াল প্রযোজিত। শিরোনামটি দ্বারা আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসির উল্লেখ করা হয়েছে।[১]

পটভূমি[সম্পাদনা]

মেসি দুই ভাইয়ের গল্প। বড় ভাই প্রসূন তার গার্লফ্রেন্ডের সাথে ঘুরাঘুরি করা এবং তার ভাইয়ের জন্য স্থানীয় ফুটবল ম্যাচ ফিক্স করা ছাড়া আর কিছুই করে না যার কাছ থেকে সে জেতার অর্থের অংশ পায়। ছোট ভাই ছোটু, যিনি "মেসি" শিরোনামের জার্সি পরেন তিনি ফুটবল দক্ষতায় অত্যন্ত প্রতিভাধর। তিনি তার পরিবারের গর্ব এবং তাদের বাবার আশা যিনি একসময় ফুটবল কোচ ছিলেন। প্রসুন ছোটুর জন্য এমন একটি ম্যাচে অংশ নেওয়ার সময় একটি দুর্ঘটনা ঘটে এবং ছোটু আজীবনের জন্য শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়ে। দুর্ভাগ্যজনক ঘটনা প্রসূনকে অকথ্য অপরাধবোধে পূর্ণ করে এবং এই অপরাধবোধ থেকে মুক্তি পেতে সে অসম্ভবকে অর্জন করার চেষ্টা করে। সে তার ভাইয়ের জুতোতে পা দেওয়ার চেষ্টা করে।[২]

অভিনয় শিল্পী[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "'Messi' (2017)"The Times of Indiaআইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০৬ 
  2. "Messi magic in desi Movie"The Times of India। ২০১৭-০১-১১। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]