মেলিয়া ফুটবল ফেডারেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মেলিয়া ফুটবল ফেডারেশন
উয়েফা
প্রতিষ্ঠিত১৯৯৯; ২৫ বছর আগে (1999)
সদর দপ্তরমেলিয়া, স্পেন
ফিফা অধিভুক্তিনেই
উয়েফা অধিভুক্তিনেই
সভাপতিস্পেন দিয়েগো মার্তিনেস গোমেস
ওয়েবসাইটwww.femefutbol.com

মেলিয়া ফুটবল ফেডারেশন (স্পেনীয়: Federación Melillense de Fútbol, ইংরেজি: Melilla Football Federation; এছাড়াও সংক্ষেপে এমএফএফ নামে পরিচিত) হচ্ছে স্পেনের মেলিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।[১] এই সংস্থাটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা এবং তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করেনি। এই সংস্থার সদর দপ্তর স্পেনের মেলিয়ায় অবস্থিত। বর্তমানে মেলিয়া ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন দিয়েগো মার্তিনেস গোমেস

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "CAMPEONATO NACIONAL DE SELECCIONES AUTONÓMICAS SUB-14 Y SUB-18"। ২০০৭-০৫-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ[সম্পাদনা]