মেরি ম্যাকক্লুর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মেরি এ. ম্যাকক্লুর বিবি (১ এপ্রিল ১৯৩৯ - ২ জুলাই ২০১৬) একজন মার্কিন রাজনীতিবিদ ছিলেন। [১] তিনি ১৯৭৪ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত রেডফিল্ড, সাউথ ডাকোটার সিনেটের সদস্য এবং রাষ্ট্রপতি জর্জ এইচডব্লিউ বুশের অধীনে আন্তঃসরকার বিষয়ক রাষ্ট্রপতির বিশেষ সহকারী হিসাবে কাজ করেছেন। [১] [২]

জীবনী[সম্পাদনা]

মেরি ম্যাকক্লুর ২১ এপ্রিল ১৯৩৯ সালে দক্ষিণ ডাকোটার মিলব্যাঙ্কে জন্মগ্রহণ করেন [১] তিনি সাউথ ডাকোটা বিশ্ববিদ্যালয় থেকে বিএ , ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ফুলব্রাইট স্কলারশিপ এবং সিরাকিউজ ইউনিভার্সিটি থেকে ১৯৮০ সালে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর লাভ করেন। [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. The American Presidency Project
  2. Paula M. Nelson, 'Home and Family First: Women and Political Culture', in The Plains Political Tradition: Essays on South Dakota Political Culture, Jon K. Lauck (ed.), John E. Miller (ed.), Donald C. Simmons, Jr. (ed.), Pierre, South Dakota: South Dakota State Historical Society Press, 2011, p. 155