মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। এটিকে সংক্ষেপে ম্যাটস বলা হয়। সরকারি ও বেসরকারি মিলিয়ে বর্তমানে বাংলাদেশের ট্রেনিং স্কুলের সংখ্যা ২০৯। বর্তমানে স্বাস্থ্য অধিদফতরের আওতাধীন সরকারি ৯টি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল রয়েছে। এসব স্কুলে ২০১৯ সালের তথ্যে ৭০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত।[১]

বিবরণ[সম্পাদনা]

বাংলাদেশের পঞ্চবার্ষিক পরিকল্পনা (১৯৭৩-৭৮) অনুযায়ী জনগণের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার সেবার লক্ষ্য নিয়ে ১৯৭৬ সালে সরকার বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের অধীনে তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স চালু করে পরবর্তীতেত এটি চার বছর মেয়াদি করা হয়। এটি বাংলাদেশের রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের কারিকুলাম অনুসরণ করে।[২]

শিক্ষাক্রম[সম্পাদনা]

এ প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী চার বছর ধরে প্রায় সব বিষয় যেমন মাইক্রোবায়োলজি, প্যাথলজি, ফিজিওলজি, অ্যানাটমি, মেডিসিন ও পেডিয়াট্রিক, গাইনেকোলোজি ও অবস্টেট্রিক্স, বেসিক সার্জারি, জনস্বাস্থ্য সহ বিভিন্ন প্যারাক্লিনিক্যাল ও ক্লিনিক্যাল বিষয়গুলো অধ্যয়ন করে।

অবস্থান[সম্পাদনা]

আইএইচটি ৮টিতে আসন ২ হাজার ১৭১। ম্যাটসের আসন ৭১৬টি। বেসরকারি আইএইচটি ৯৬টিতে আসন ৮ হাজার ৮২০টি এবং ১৮২ বেসরকারি ম্যাটসে আসন ১২ হাজার ৩৩৫।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (MATS) ও ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজিতে (IHT) ছাত্র-ছাত্রী ভর্তি প্রসঙ্গে"dghs.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৬ 
  2. "Admission notice in MATS/IHT, Session 2019-2020"dghs.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৬ 
  3. বার্তা, এডুকেশন (২০১৯-০৭-৩০)। "মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল বা ম্যাটস কোর্সের বিস্তারিত"Education Barta। ২০১৯-১২-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৬