মুহাম্মদ তাহির আল-হুসাইনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(মুহাম্মদ তাহির আল হুসাইনি থেকে পুনর্নির্দেশিত)
মুহাম্মদ তাহির আল-হুসাইনি
محمد طاهر مصطفى طاهر الحسيني
উপাধিজেরুসালেমের কাজি
ব্যক্তিগত তথ্য
জন্ম১৮৪২
মৃত্যু১৯০৮
ধর্মইসলাম
জাতীয়তাফিলিস্তিনি
সন্তানকামিল
আমিন
পিতামাতামুস্তফা তাহের আল-হুসাইনি
আখ্যাসুন্নি
শিক্ষালয়হানাফি
ধর্মীয় মতবিশ্বাসমাতুরিদি
মুসলিম নেতা
কাজের মেয়াদ১৮৬০ এর দশক – ১৯০৮
পূর্বসূরীমুস্তফা তাহের আল-হুসাইনি
উত্তরসূরীকামিল আল হুসাইনি

মুহাম্মদ তাহির মোস্তফা তাহির আল-হুসাইনি (আরবি: محمد طاهر مصطفى طاهر الحسيني, ১৮৪২–১৯০৮) ছিলেন জেরুসালেমের শরিয়া আদালতের বিচারক। তিনি কামিল আল হুসাইনিমুহাম্মদ আমিন আল-হুসাইনির পিতা। তারা দুজনেই পরবর্তীকালে পিতার স্থলাভিষিক্ত হন।

জীবন[সম্পাদনা]

তিনি জেরুসালেমের আল-হুসাইনি পরিবারে জন্মগ্রহণ করেন। উসমানীয় সাম্রাজ্যের তরফ থেকে তাকে ১৮৬০ এর দশকে জেরুসালেমের কাজি নিয়োগ দেয়া হয়।[১] তিনি আয়ান কমিটিতে ছিলেন যা জেরুসালেম এলাকায় বিদেশীদের কাছে জমি বিক্রি যাচাইবাছাই করত। এর ফলে ১৮৯৭ এর শুরুর দিকে ইহুদিদের কাছে জমি বিক্রি বন্ধ হয়ে যায়। তার মৃত্যুর পর তার পুত্র কামিল আল-হুসাইনি জেরুসালেমের গ্র্যান্ড মুফতি হন।

মুহাম্মদ তাহির আল-হুসাইনি ১৮৮০ এবং ১৮৯০ এর দশকে ইহুদিবাদের প্রথম দিকের সমালোচকদের একজন ছিলেন এবং তিনি জেরুজালেমের মুতাসাররিফিয়ায় ইহুদি অভিবাসীদের জমি কেনা থেকে বিরত রাখার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছিলেন।[১] ১৮৯৭ সালে মুফতির নেতৃত্বে একটি কমিশন পরবর্তী কয়েক বছরের জন্য ইহুদি অভিবাসন বন্ধ করতে সক্ষম হয়। যখন প্রশাসনিক পরিষদ ১৮৯৯ সালের সেপ্টেম্বরে ইহুদি অভিবাসন সম্পর্কে একটি প্রতিবেদন পায়, যেখানে মুফতি হুসাইনি "প্রস্তাব দেন যে ১৮৯১ সাল থেকে ফিলিস্তিনে প্রতিষ্ঠিত সমস্ত বিদেশী ইহুদিদের বহিষ্কার করার সাথেসাথে নতুন আগতদেরকে আতঙ্কিত করা হবে।" কিন্তু তার চরম প্রস্তাবটি মুতাসাররিফ একটি নীতির পক্ষে প্রত্যাখ্যান করেছিল যা ইহুদি অভিবাসনের অনুমতি দেয় যতক্ষণ না অভিবাসীরা উসমানীয় নাগরিক হিসাবে আত্মীকরণ করে।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Beška, Emanuel: Responses of Prominent Arabs Towards Zionist Aspirations and Colonization Prior to 1908. In Asian and African Studies, 16, 1, 2007. [১]
  2. Mandel, Neville (১৯৭৬)। The Arabs and Zionism Before World War I (1976 সংস্করণ)। University of California Press। পৃষ্ঠা 41আইএসবিএন 0-520-02466-4 

আরও পড়ুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]