মুবারক শাহ (মল্লক্রীড়াবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মুবারক শাহ (উর্দু: مبارک شاہ‎‎; ২৪ জুন ১৯৩০ – ১৯ জানুয়ারী ২০০১) [১] একজন পাকিস্তানি মাঝারি পাল্লার দৌড়বিদ, যিনি ১৯৬০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন। [২] তিনি এশিয়ান গেমসের দ্বৈত স্বর্ণপদক জয়ী। [৩] শাহ ১৯৬২ সালে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত ৪র্থ এশিয়ান গেমসে ৩০০০ মিটার স্টিপলচেজ এবং ৫০০০ মিটারে সোনা জিতেছিলেন। [৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Mention of Mubarak Shah's death (উর্দু ভাষায়)
  2. ইভান্স, হিলারি; গিয়ার্ড, আরিল্ড; হাইম্যানস, ইরোইন; ম্যালন, বিল; ও অন্যান্য। "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"Sports-Reference.com এ অলিম্পিকস্পোর্টস রেফারেন্স এলএলসি। ২০১৬-১২-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. Jakarta Asian Games 1962 Pakistan Olympic Association. Retrieved 09 September 2014