মুক্ত নিরাপত্তা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মুক্ত নিরাপত্তা হলো কম্পিউটার নিরাপত্তা এবং অন্যান্য তথ্য নিরাপত্তার জন্যে ওপেন সোর্স দর্শন ও পদ্ধতির ব্যবহার।[১] চিরাচরিত অ্যাপলিকেশন নিরাপত্তা সাধারণত দূর্বোধ্যতার মাধ্যমে নিরাপত্তা বা সিকিউরিটি থ্রু অবসিকিউরিটি ঘরানার।[২]

ওপেন সোর্স প্রচেষ্টা গনুহ/লিনাক্স (আরও বিস্তৃতভাবে বললে অ্যান্ড্রয়েড)-এর মত প্রযুক্তি প্রস্তুত করেছে। সাথে সাথে, নথির ক্ষেত্রে এ প্রচেষ্টার প্রয়োগ বিভিন্ন উকিকিকেও উৎসাহিত করেছে, তার সবচেয়ে বড় উদাহরণ উইকিপিডিয়া[১] ওপেন সোর্স নিরাপত্তা বলে যে, নিরাপত্তা ত্রুটি আরও ভালোভাবে বন্ধ বা সংশোধন করা যাবে, যখন ব্যবহারকারী তার মুখোমুখি হলে ওপেন সোর্স দর্শনের আওতায় তা নিয়মতান্ত্রিকভাবে প্রতিবেদন করবে।[১]

এ প্রচেষ্টায় ব্যবহারকারী নিজেও প্রয়োজনীয় অবদান রাখার সুযোগ পাবে, যাতে করে সম্পর্কিত সফটওয়্যার ওপেন সোর্স লাইসেন্সের অধীনে মুক্তি পায়।[১] এ সম্পর্কিত নথি "ওপেন কন্টেন্ট" লাইসেন্সের অধীনে প্রকাশিত হতে হবে।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. হুইলার, ডেভিড এ (২০১৩-০৮-২১)। "মুক্ত নিরাপত্তা কি?"ইন্সটিটিউট অব ডিফেন্স এনালাইসিস। ডিফেন্স টেকনিক্যাল ইনফরমেশন সেন্টার। সংগ্রহের তারিখ ২০১৮-০১-০৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. রেয়মন্ড, এরিক এস (২০০৪-০৫-১৭)। "If Cisco ignored Kerckhoffs's Law, users will pay the price"। LWN.net। সংগ্রহের তারিখ ২০১১-০৬-২১