মিস্টার মাম্মি
অবয়ব
মিস্টার মাম্মি | |
---|---|
পরিচালক | শাদ আলী |
প্রযোজক | ভূষণ কুমার কৃষাণ কুমার শিব অনন্ত শাদ আলী |
রচয়িতা | অনন্যা শর্মা |
সুরকার | স্নেহা খানওয়ালকার রোচক কোহলি রায় (স্কোর) |
চিত্রগ্রাহক | সুনিতা রাদিয়া |
সম্পাদক | বৈষ্ণবী কৃষ্ণান |
প্রযোজনা কোম্পানি | |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
মিস্টার মাম্মি ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় হিন্দি ভাষার হাস্যরসাত্নক নাট্য চলচ্চিত্র, যেটি পরিচালনা করেছেন শাদ আলী ও প্রযোজনা করেছে টি-সিরিজ কোম্পানি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রিতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডি'সুজা। ১৮ নভেম্বর ২০২২ সালে ছবিটি মুক্তি পাওয়ার পর নেতিবাচক পর্যালোচনা পেয়েছে।
অভিনয়ে
[সম্পাদনা]- অমল কোটের চরিত্রে রিতেশ দেশমুখ
- গুগলু চরিত্রে জেনেলিয়া ডি’সুজা
- ডক্টর সৎসঙ্গী চরিত্রে মহেশ মাঞ্জরেকর
উৎপাদন
[সম্পাদনা]২০২২ সালের মার্চ মাসে ছবিটি নির্মাণ শুরু হয়েছিল।[১]
সাউন্ডট্র্যাক
[সম্পাদনা]সকল গানের গীতিকার কুমার।
নং. | শিরোনাম | সুরকার | সঙ্গীতশিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "চুপকে চুপকে" | রোচক কোহলি | রোচক কোহলি, আরমান মালিক, শিল্পা রাও | ৪:৫৭ |
২. | "পাপাজি পেট সে" | স্নেহা খানওয়ালকার | , স্নেহা খানওয়ালকার | ২:৫০ |
৩. | "মিস্টার মাম্মি (টাইটেল ট্র্যাক)" | স্নেহা খানওয়ালকার | অমিত গুপ্ত, হারজত কৌর, স্নেহা খানওয়ালকার | ২:২৭ |
৪. | "রুত মাস্তানি" | স্নেহা খানওয়ালকার | হারজত কৌর, স্নেহা খানওয়ালকার | ২:২৩ |
৫. | "আংকেল জি" | স্নেহা খানওয়ালকার | জাকির হোসেন, জাসু খান, স্নেহা খানওয়ালকার | ৩:১৯ |
মোট দৈর্ঘ্য: | ১৫:৫৬ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Riteish Deshmukh-Genelia Deshmukh starrer 'Mister Mummy' goes on floors"। The Hindu। ২২ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২২।