ইউনিভার্স চ্যাম্পিয়নশিপস
ইউনিভার্স চ্যাম্পিয়নশিপস একটি আন্তর্জাতিক বডিবিল্ডিং বা শরীর-গঠন প্রতিযোগিতা। যুক্তরাজ্যের ন্যাশনাল অ্যামেচার বডিবিল্ডারস অ্যাসোসিয়েশন (NABBA) প্রতিবছর এর আয়োজন করে। এই চ্যাম্পিয়নশিপের অধীনে কয়েকটি প্রতিযোগিতা রয়েছে: মিস্টার ইউনিভার্স, মিস ফিজিক এবং মিস ফিগার।
১৯৪৮ সালে প্রথমবারের মত ইউনিভার্স চ্যাম্পিয়নশিপ আওয়োজিত হয়। তবে এই আওয়োজন ছিল শুধু তরুণদের জন্য। যেসব তরুণ কখনও কোন শরীর গঠন প্রতিযোগিতায় অংশ নেয়নি এবং অর্থ পুরস্কার লাভ করেনি, কেবল তারাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। ১৯৫২ সালে পেশাজীবী বডিবিল্ডারদের জন্য শরীর গঠন প্রতিযোগিতা চালু করা হয়। ১৯৬৬ সালে মেয়েদের জন্য মিস ফিজিক প্রতিযোগিতা চালু করা হয়। মিস ফিগার প্রতিযোগিতা শুরু হয় ১৯৮৬ সালে। সেসময় ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ বডিবিল্ডিং এন্ড ফিটনেসও মিস্টার ইউনিভার্স নামক প্রতিযোগিতার আয়োজন শুরু করে। ১৯৭৬ সালে এর নাম পরিবর্তন করে ওয়ার্ল্ড অ্যামেচার বডিবিল্ডিং চ্যম্পিয়নশিপ রাখা হয়।
মিস্টার ইউনিভার্স
[সম্পাদনা]মিস্টার ইউনিভার্স একটি বডিবিল্ডিং প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অ্যাথলেটদের শরীরের প্রতিসমতা, গঠন, আকারের ভিত্তিতে বিচার করা হয়। অধিকাংশ বিচারকার্য দিনের বেলায় সম্পন্ন হয়। চূড়ান্ত বিচারকার্য প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে করা হয়।