মিশমি জনগোষ্ঠী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Diorama of Idu Mishmi people in Jawaharlal Nehru Museum, Itanagar

মিশমি জনগোষ্ঠীর লোকরা লোহিত, উজনি দিবাং উপত্যকা এবং নিম্ন দিবাং উপত্যকাত বাস করেন। এই জনগোষ্ঠীর তিনটি ভাগ হল: ইদু (Idu) অথবা চুলিকতা (Chulikata), ডিগারু (Digaru) অথবা তারোন (Taroan) এবং মিজু (Miju) অথবা কমন (Kaman)। ইদু মিশমির একটি ভাগক বেবেজীয়া মিশমি বলাও হয়। মিশমি জনগোষ্ঠীর মহিলারা নিপুণ শিপিনী। তাঁরা সাধারণত কৃষিজীবী যদিও ব্যবসা-বাণিজ্যের সাথেও জড়িত। পূর্বের থেকে মিশমি জনগোষ্ঠীর আসামের সাথে সু-সম্পর্ক আছে। ব্যবসা করা সামগ্রীসমূহের মধ্যে ছিল: deer –musk, বনরীয়া ঔষধীয় গাছ, জন্তুর ছাল, মিশমি-তিতা (Mishimi – tita) ইত্যাদি।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

টেমপ্লেট:আসামের জনগোষ্ঠী