মিরিক কলেজ
অবয়ব
মিরিক কলেজ ভারতের দার্জিলিং জেলার অবস্থিত মিরিক কলেজ। কলেজটি ২০০০ সালে প্রতিষ্ঠিত। এই কলেজে শিল্পকলায় স্নাতক কোর্স চালু আছে। এটি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।[১]
ইতিহাস
[সম্পাদনা]প্রথমে এই কলজেটি মালিকদের নিয়ে শুরু হয়েছিল এরপর ১৯৭২ সালে বিবি লামা এবং সাগর বি সুব্বা মিরিক কলেজ ও একটি গার্লস হাই স্কুল প্রতিষ্ঠিতা করেন। । ৫ মার্চ ২০০০-এ রাজ্যের তৎকালীন ক্যাবিনেট মন্ত্রী মিরিক কলেজের গঠন ঘোষণা করেন এবং দার্জিলিং-এর জেলা ম্যাজিস্ট্রেট ক্লাস পরিচালনার জন্য কৃষি বিপণন সমবায় সমিতির জন্য একটি পুরানো জরাজীর্ণ ভবন প্রদান করেন। পরবর্তীতে কলেজটি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল।
বিভাগসমূহ
[সম্পাদনা]- ইংরেজি
- নেপালি
- ইতিহাস
- ভূগোল
- রাষ্ট্রবিজ্ঞান
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Colleges under University of North Bengal ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৬-০৩-০৪ তারিখে