মিরাই চ্যাটার্জী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিরাই চ্যাটার্জি
মিরাই চ্যাটার্জি
পেশাসমাজ সেবী

মিরাই চ্যাটার্জি একজন ভারতীয় সমাজসেবক, যিনি আহমেদাবাদে স্ব-কর্মসংস্থান মহিলা সমিতি, সেবায় কাজ করেন। ২০১০ সালের জুনে তিনি জাতীয় উপদেষ্টা পরিষদের সদস্য নিযুক্ত হন।[১][২]

চ্যাটার্জি সেবা হলো (SEWA) সামাজিক সুরক্ষা পরিচালনা করা। তিনি স্বাস্থ্যসেবা, শিশু যত্ন এবং বীমা প্রোগ্রামগুলি নিয়ে কাজ করেন। তিনি বর্তমানে ন্যাশনাল ইন্স্যুরেন্স ভিমোএসইউএ কো-অপারেটিভ লিমিটেডের চেয়ারপারসন এবং লোকস্বাস্থ্য সমবায় সমিতির একজন পৃষ্ঠপোষক। তিনি ১৯৮৮ সালে SEWA-এ যোগ দিয়েছিলেন এবং প্রতিষ্ঠাতা ইলা ভট্টের পরে সাধারণ সম্পাদক ছিলেন। শ্রীমতি চ্যাটার্জী ফ্রেন্ডস অফ উমেনস ওয়ার্ল্ড ব্যাঙ্কিং (এফডাব্লুডাব্লুবি) এবং জনস্বাস্থ্য ফাউন্ডেশন (পিএইচএফআই) সহ ভারতের বেশ কয়েকটি সংস্থার বোর্ডগুলিতে দায়িত্ব পালন করেছেন। তিনি অসংগঠিত খাতের জাতীয় উদ্যোগের জাতীয় কমিশনের উপদেষ্টা ছিলেন এবং জাতীয় পল্লী স্বাস্থ্য মিশনের উপদেষ্টা গ্রুপে ছিলেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য সম্পর্কিত সামাজিক নির্ধারণ কমিশনের কমিশনারও ছিলেন।

চ্যাটার্জী ইতিহাসে ও বিজ্ঞানে‌ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. এবং জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অফ পাবলিক হেলথ থেকে স্নাতকোত্তর লাভ করেন।[৩]

কাজ[সম্পাদনা]

  • ইমপ্যাক্ট অফ ইম্প্লিমেন্টিং টি সিড্স থ্রু সঙ্গিনী চিল্ডক্যারে এন্ড ওয়ার্কার্স’ কো-অপারেটিভ, লিখেছেন রেনানা ঝাবভালা, মীরা চ্যাটার্জী এবং মিতা পরীখ, ১৯৯৬।

তথ্যসূত্র[সম্পাদনা]