মিউটিনি উপসাগর

স্থানাঙ্ক: ৪৭°৫৯′৩৯″ উত্তর ১২২°৩৩′২৯″ পশ্চিম / ৪৭.৯৯৪২৮° উত্তর ১২২.৫৫৮০২° পশ্চিম / 47.99428; -122.55802
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মিউটিনি উপসাগর হল মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি উপসাগর[১] পুগেট সাউন্ডের অংশ, মিউটিনি উপসাগর হুইডবে দ্বীপের দক্ষিণ প্রান্তের কাছে আইল্যান্ড কাউন্টিতে, ইউজলেস উপসাগর এর উত্তর-পশ্চিমে এবং পার্শ্ববর্তী অ্যাডমিরালটি খাঁড়ির পাশেই অবস্থিত।

১৮৫৫ সালে ইউনাইটেড স্টেটস কোস্ট সার্ভে দ্বারা মিউটিনি উপসাগরের নামকরণ করা হয়েছিল। নাম পছন্দের কোন ব্যাখ্যা দেওয়া হয়নি। [২]

৪ সেপ্টেম্বর, ২০২২-এ, ফ্রাইডে হারবার সীপ্লেন বেস থেকে রেন্টন মিউনিসিপাল বিমানবন্দরে একটি ফ্লাইট পরিচালনা করার সময় একটি ফ্লোটপ্লেন মিউটিনি উপসাগরে বিধ্বস্ত হয়। প্লেনে থাকা ৯ জন যাত্রী ও পাইলটের মধ্যে কেউ বাঁচতে পারে নি।

তথ্যসূত্র[সম্পাদনা]