মালিকা-ই-জাহান (আলাউদ্দিন খিলজির স্ত্রী)
মালিকা-ই-জাহান | |
---|---|
দিল্লি সুলতানাতের শাহজাদি | |
দিল্লি সুলতানাতের সুলতানা | |
রাজত্ব | আনু. ১২৯৬–১৩১৬ |
দাম্পত্য সঙ্গী | আলাউদ্দিন খিলজি |
রাজবংশ | খিলজি (জন্মসূত্রে) |
পিতা | জালালউদ্দিন খিলজি |
মাতা | মালিকা-ই-জাহান |
ধর্ম | সুন্নি ইসলাম |
মালিকা-ই-জাহান ("দুনিয়ার রানী")[১] ছিলেন দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির প্রথম ও প্রধান স্ত্রী।[২] তিনি ছিলেন আলাউদ্দিন খিলজির চাচা জালালউদ্দিন খিলজির মেয়ে, যিনি খিলজি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন।[৩]
পরিবার ও বংশ পরিচিতি
[সম্পাদনা]মালিকা-ই-জাহান ছিলেন খিলজি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সুলতান জালালউদ্দিন খিলজির মেয়ে।[৪][৫] তার মায়ের উপাধিও ছিল মালিকা-ই-জাহান, যিনি জালালউদ্দিন খিলজির প্রধান স্ত্রী ছিলেন। তিনি ছিলেন উচ্চাকাঙ্ক্ষী নারী এবং জালালউদ্দিন খিলজির উপরে তার বিস্তর প্রভাব ছিল।[৬]
মালিকা-ই-জাহানের তিন ভাইয়ের নাম জানা যায়। তারা হলেন, খান-ই-খান, আরকালি খান ও কদর খান।
আলাউদ্দিন খিলজি সম্পর্কে তার চাচাতো ভাই হতেন। তিনি ছিলেন জালালউদ্দিন খিলজির বড় ভাই শাহাবুদ্দিন মাসুদের ছেলে।[৭] শাহবুদ্দিন মাসুদের মৃত্যু হলে জালালউদ্দিন খিলজির নিকট আলাউদ্দিন খিলজি বেড়ে ওঠেন। তার ছোট ভাই আলমাস বেগ তার মতই আলাউদ্দিন খিলজির এক মেয়েকে বিয়ে করেছিলেন।[৮]
বিবাহ
[সম্পাদনা]মালিকা-ই-জাহান দিল্লির বুকে খিলজি সাম্রাজ্য প্রতিষ্ঠার বহু পূর্বে আলাউদ্দিন খিলজির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[৭] আলাউদ্দিন খিলজি বিয়ের পর উপরের দিকে উঠতে থাকেন।[৯] জালালউদ্দিন খিলজি ১২৯০ সালে দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হলে তিনি আমির-ই-তুজুগ পদে অধিষ্ঠিত হন।[১০] তাদের মধ্যকার বৈবাহিক জীবন সুখের ছিল না। মালিকা-ই-জাহান সুলতানের মেয়ে বলে গর্বপ্রকাশ করতেন। ফলশ্রুতিতে তার এবং তার স্বামীর মাঝে শীতল সম্পর্ক বিদ্যমান ছিল।
একদিন আলাউদ্দিন খিলজি ও তার দ্বিতীয় স্ত্রী মাহরু বাগানে হাঁটছিলেন। তখন মালিকা-ই-জাহান মাহরুকে আক্রমণ করেন। রাগের মাথায় আলাউদ্দিন খিলজি মালিকা-ই-জাহানকে প্রহার করেন। ঘটনাটি জালালউদ্দিন খিলজির কানে পৌঁছালেও তিনি আলাউদ্দিন খিলজির বিরুদ্ধে কোন ব্যবস্থা নেন নি।[১০]
আলাউদ্দিন খিলজির সাথে তার শাশুড়িরও শীতল সম্পর্ক ছিল। তিনি জালালউদ্দিন খিলজির কাছে অভিযোগ করেছিলেন যে, আলাউদ্দিন খিলজি খিলজি সাম্রাজ্যের দূরবর্তী প্রান্তে নিজস্ব স্বাধীন সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চায়।[১১]
সুলতানের উপরে তার শাশুড়ির বিস্তর প্রভাব ছিল বলে আলাউদ্দিন খিলজি কখনো সুলতানের কাছে তার স্ত্রীর নামে অভিযোগ জানান নি।[১২] ১২৯৬ সালে জালালউদ্দিন খিলজিকে হত্যা করে আলাউদ্দিন খিলজি নিজেকে দিল্লির নতুন সুলতান বলে ঘোষণা করেন।[১৩] মালিকা-ই-জাহান কখনো তার বাবাকে হত্যা করার জন্য আলাউদ্দিন খিলজিকে মাফ করেন নি।[২]
জনপ্রিয় সংস্কৃতিতে
[সম্পাদনা]অদিতি রাও হায়দারী মালিকা-ই-জাহানের ভূমিকায় সঞ্জয় লীলা বনশালির চলচ্চিত্র পদ্মাবত (২০১৮) - এ অভিনয় করেছিলেন, যেখানে তার চরিত্রের নাম ছিল মেহেরুন্নিসা।[১৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Indian History (ইংরেজি ভাষায়)। Allied Publishers। পৃষ্ঠা B-122। আইএসবিএন 9788184245684।
- ↑ ক খ Hasan, Masudul (২০০৭)। History of Islam (Rev. সংস্করণ)। New Delhi: Adam Publishers & Distributors। পৃষ্ঠা 155। আইএসবিএন 9788174350190।
- ↑ "Khalji Dynasty"। Encyclopædia Britannica। সংগ্রহের তারিখ ২০১৪-১১-১৩।
- ↑ Chandra, Satish (২০০৪)। Medieval India : from Sultanat to the Mughals. (Rev. সংস্করণ)। New Delhi: Har-Anand Publications। পৃষ্ঠা 75। আইএসবিএন 9788124110645।
- ↑ Lethbridge, Sir Roper (১৮৮১)। A Short Manual of the History of India: With an Account of India as it is (ইংরেজি ভাষায়)। Macmillan and Company। পৃষ্ঠা 190।
- ↑ Hasan, Masudul (২০০৭)। History of Islam (Rev. সংস্করণ)। New Delhi: Adam Publishers & Distributors। পৃষ্ঠা 88। আইএসবিএন 9788174350190।
- ↑ ক খ Mehta, Jaswant Lal (১৯৮০)। Advanced Study in the History of Medieval India (ইংরেজি ভাষায়)। Sterling Publishers Pvt. Ltd। পৃষ্ঠা 137। আইএসবিএন 9788120706170।
- ↑ Banarsi Prasad Saksena 1992, পৃ. 321।
- ↑ Congress, Indian History (১৯৮৫)। "Proceedings – Indian History Congress" (ইংরেজি ভাষায়)। 45। Indian History Congress.: 273। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১৭।
- ↑ ক খ Kishori Saran Lal 1950, পৃ. 41।
- ↑ Nand, Lokesh Chandra (১৯৮৯)। Women in Delhi Sultanate (1st সংস্করণ)। Allahabad, India: Vohra Publishers। পৃষ্ঠা 85। আইএসবিএন 9788185072524।
- ↑ "Journal of Indian History" (ইংরেজি ভাষায়)। 9। University of Kerala.। ১৯৩১: 220।
- ↑ Ahmed, Farooqui Salma (২০১১)। A Comprehensive History of Medieval India: From Twelfth to the Mid-Eighteenth Century (ইংরেজি ভাষায়)। Pearson Education India। পৃষ্ঠা 69। আইএসবিএন 9788131732021।
- ↑ "Mehrunisa in Padmaavat was tiny but special: Aditi Rao Hydari"। The Express Tribune। IANS। ৫ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৮।