মালয়ের বাঘ
Malayan Tiger Panthera tigris jacksoni | |
---|---|
![]() | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | প্রাণী জগৎ |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | স্তন্যপায়ী |
বর্গ: | Carnivora |
পরিবার: | Felidae |
গণ: | Panthera |
প্রজাতি: | P. tigris |
উপপ্রজাতি: | P. t. malayensis |
ত্রিপদী নাম | |
Panthera tigris malayensis Luo et al., 2004 | |
![]() | |
Range map |
মালয় বাঘ (ইংরেজি: Malayan tiger), (বৈজ্ঞানিক নাম: Panthera tigris jacksoni) হচ্ছে বাঘের একটি উপপ্রজাতি যা মালয় উপদ্বীপ অঞ্চলে পাওয়া যায়। এটিকে ২০০৮ সালে আইউসিএন মহাবিপন্ন হিসেবে ঘোষণা করেছে, যেহেতু ২০০৩ সালের হিসাব অনুসারে ৪৯৩ থেকে ১৪৮০টি পূর্ণবয়স্ক বাঘ বর্তমানে টিকে আছে। এই উপপ্রজাতিটির মোট ২৫০টি পূর্ণবয়স্ক জন্মদানে সক্ষম বাঘ রয়েছে এবং এরা বিলুপ্তির প্রবণতায় আছে।[১] এই বাঘ মালয়েশিয়ার জাতীয় পশু।
আকার[সম্পাদনা]
এই বাঘ আকারে বাংলার বাঘ বা সাইবেরিয়ার বাঘের চেয়ে ছোট হয়। পুরুষ দের ওজন ৯০-১৩০ কেজি আর, স্ত্রী দের ওজন হয় ৫০-১০০ কেজি।এই বাঘের স্ত্রীদের আকার ৭৬-৮৫ সে.মি.হয় আর পুরুষদের আকার ৮০-৯১ সে.মি.হয়।
খাদ্যাভাস[সম্পাদনা]
বিভিন্ন নিরামিষাসী প্রাণী। এই বাঘ মালয় তাপিরকেও শিকার করে।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ Kawanishi, K., Lynam, T. (২০০৮)। "Panthera tigris subsp. jacksoni"। বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2। প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন।
বহিসংযোগ[সম্পাদনা]
- Malayan Tiger Description and Conservation - Save The Tiger Fund
- 21st Century Tiger - Fundraising for tiger conservation
- Tiger research in Malaysia

উইকিপ্রজাতিতে-এ বিষয় সম্পর্কিত তথ্য রয়েছে: Panthera tigris jacksoni

উইকিমিডিয়া কমন্সে Panthera tigris jacksoni সংক্রান্ত মিডিয়া রয়েছে।