বিষয়বস্তুতে চলুন

মালকোচোগ্লু বালি বে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মালকোচোগ্লু বালি বে (১৪৯৫-১৫৫৫), মহান সুলতান সুলাইমানের অধীনস্থ একজন উসমানীয় মিলিটারি কমান্ডার এবং গভর্নর, যিনি মালকোচ বে নামেও পরিচিত ছিলেন। [] তিনি মালকোচোগ্লু ইয়াহয়া পাশার পুত্র, যিনি আনাতোলিয়ারুমেলিয়ার "বেইলার বে" (সর্বাধিনায়ক) হিসাবে দায়িত্ব পালন করেন এবং উজির পদে অধিষ্ঠিত হন। ১৫০১ সালে তার পিতা সুলতান দ্বিতীয় বায়েজিদের কন্যা; সম্ভবত হুমাশাহ সুলতানকে বিয়ে করেন।[তথ্যসূত্র প্রয়োজন] তার ছোট ভাই ছিলেন মালকোচোগ্লু মেহমেদ (মুহাম্মদ) বে।[তথ্যসূত্র প্রয়োজন]

অবদান

[সম্পাদনা]

মালকোচোগ্লু বালি বে তার পিতার পর "বেইলার বে" হিসেবে স্থলাভিষিক্ত হন। মোহাকসের যুদ্ধে (১৫২৬) আসার পথে হাঙ্গেরিয়ান রাজা লুই সুলতানকে গুপ্তহত্যা করতে চাইলে তিনি তা প্রতিহত করেন। এবং মোহাকসের যুদ্ধে (১৫২৬) অত্যন্ত পারঙ্গমতার সহিত পূর্বপরিকল্পনা মোতাবেক রাজা লুই ও তার বাহিনীকে ধরাশায়ী করেন। এরপর সুলতান ১৫৪১ সালে তাকে বিজয় কৃত হাঙ্গেরীর রাজধানী বুদাপেস্টের বেইলার বে (গভর্নর) হিসেবে নিয়োগ দেন, যা দখলের পর উসমানীয় ইয়ালেত-ই বুদিন এ রূপান্তরিত হয়।[] বালি বে অত্যন্ত যুদ্ধবাজ সৈনিক দল আকিনজি[] ব্যাটালিয়ন ও গাজীদের সেনাপতি ছিলেন।[]

চিত্রায়ন

[সম্পাদনা]

ক্লাসিক মুভি সিরিজ মালকোচোগ্লু তে জুনেইদ আরকিন এবং প্রসিদ্ধ টিভি সিরিজমুহতেশেম ইউজিল (সুলতান সুলেমান) (২০১১-১৪) তে অভিনেতা বুরাক ওযচিভিদ কর্তৃক চরিত্রটি চিত্রিত করা হয়।

আরো দেখুন

[সম্পাদনা]
  • মালকোচোগ্লু গোত্র

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Vera Costantini; Markus Koller (৩১ জুলাই ২০০৮)। Living in the Ottoman Ecumenical Community: Essays in Honour of Suraiya Faroqhi। BRILL। পৃষ্ঠা 151–। আইএসবিএন 978-90-474-3318-7 
  2. Bietenholz, P.G.; Deutscher, T.B. (২০০৩)। Contemporaries of Erasmus: A Biographical Register of the Renaissance and Reformation। University of Toronto Press। আইএসবিএন 9780802085771। সংগ্রহের তারিখ ২০১৪-১০-০৫ 
  3. Mülayim, S.; Matthews, J. H. (১৯৯৬)। Nevşehir। Republic of Turkey Ministry of Culture। আইএসবিএন 9789751716828। সংগ্রহের তারিখ ২০১৪-১০-০৫ 
  4. Yürekli 2016

সূত্র

[সম্পাদনা]