মার্ক ওয়েন রাথবুন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মার্ক ওয়েন রাথবুন, বেলমন্ট শোর রেপিস্ট নামে বেশি পরিচিত, একজন ধারাবাহিক ধর্ষক যিনি ১৯৯০-এর দশকের শেষের দিকে এবং ২০০০-এর দশকের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে সক্রিয় ছিলেন। ১৯৯৭ এবং ২০০২ এর মধ্যে, রথবুন লস এঞ্জেলেস কাউন্টি এবং অরেঞ্জ কাউন্টি, ক্যালিফোর্নিয়াতে কমপক্ষে ১৪টি ধর্ষণ করেছিলেন। রাথবুনের অনেক আক্রমণ ক্যালিফোর্নিয়ার লং বিচের বেলমন্ট শোর জেলায় সংঘটিত হয়েছিল, তাই তার ডাকনাম। লং বিচে আক্রমণ করার পাশাপাশি, রাথবুন হান্টিংটন বিচ এবং লস অ্যালামিটোস শহরেও সক্রিয় ছিল।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Belmont shore rapist sentenced to 1,030 years"The San Diego Union-Tribune। সেপ্টেম্বর ১৪, ২০০৪। সংগ্রহের তারিখ এপ্রিল ৪, ২০১৬