মারিয়া ত্রিনিদাদ দেল সিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মারিয়া ত্রিনিদাদ দেল সিদের একটি মুখচ্ছবি
মারিয়া ত্রিনিদাদ দেল সিদের একটি ছবি (সময় অজানা)।

মারিয়া ত্রিনিদাদ দেল সিদ ( ২০ মে, ১৮৯৯ – ১৯ নভেম্বর, ১৯৯৬) ছিলেন একজন হন্ডুরান লেখিকা, সাংবাদিক এবং নারীবাদী কর্মী। [১] তিনি হন্ডুরাসের নারীদের অধিকার আদায়ের লড়াইয়ের একজন মূল ব্যক্তিত্ব হিসাবে বিবেচিত হয়ে থাকেন।[২]

জীবনী[সম্পাদনা]

মারিয়া ত্রিনিদাদ ডেল সিড ১৮৯৯ সালে হন্ডুরাস, ইন্টিবুসি, ম্যাগডালেনায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি হন্ডুরাস এবং এল সালভাদোর উভয় ক্ষেত্রেই তাঁর প্রাথমিক পড়াশোনা সমাপ্ত করেছিলেন।

১৯১৫ সালে ১৬ বছর বয়সে স্কুলশিক্ষক হওয়ার লক্ষ্য নিয়ে তিনি কোমায়গেলার গার্লস নর্মাল স্কুলে পড়াশোনা শুরু করেছিলেন। তিনি ১৯৮৮ সালে কোস্টারিকাতে অনুষ্ঠিত প্রথম মধ্য আমেরিকান শিক্ষা সম্মেলনে হন্ডুরাসের প্রতিনিধিত্ব করে শিক্ষায় তার সংশ্লিষ্টতা অব্যাহত রেখেছিলেন। [১]

তিনি ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত হন্ডুরাসের ভূগোল ও ইতিহাস সমিতির (সোসাইটি অফ জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি অফ হন্ডুরাস) মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। [৩] তিনি হন্ডুরান আন্তঃআমেরিকান সংস্কৃতি ইনস্টিটিউট, প্যান-আমেরিকান গোলটেবিল, জেলায়া সিয়েরা গ্রুপ, ন্যাশনাল ম্যাজেস্টেরিয়াম এবং উইমেন ইন্টারন্যাশনাল লিগ ফর পিস অ্যান্ড ফ্রিডমের সদস্যও ছিলেন।[৪][১] প্যান-আমেরিকানবাদের প্রবক্তা,[৫] তিনি ১৯৪৭ সালে নিউ অরলিন্সের আন্ত-আমেরিকান ইতিহাস কংগ্রেসে এবং প্যান-আমেরিকান ইউনিয়নে হন্ডুরাসের প্রতিনিধিত্ব করেছিলেন। [৬][৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. González, José, 1953- (২০০৫)। Diccionario biográfico de historiadores hondureños। Editorial Guaymuras। আইএসবিএন 99926-33-45-Xওসিএলসি 63676540 
  2. Ciencias Sociales 3 (পিডিএফ)। Secretaría de Estado en el Despacho de Educación de Honduras। ২০২০। ১৮ মে ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২১ 
  3. Honduras, Sociedad de Geografía e Historia de (১৯৫০-০৬-১৩)। "Vida y Escritos de Don Dionisio de Herrera" (স্পেনীয় ভাষায়)। [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "75 años del caminar panamericano en Tegucigalpa"Diario La Tribuna (স্পেনীয় ভাষায়)। ২০১৮-০৫-২৮। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৮ 
  5. Villars, Rina (২০০১)। Para la casa más que para el mundo : sufragismo y feminismo en la historia de Honduras (1st সংস্করণ)। Editorial Guaymuras। আইএসবিএন 99926-15-77-Xওসিএলসি 48952675 
  6. The Record (ইংরেজি ভাষায়)। Division of Cultural Cooperation, Department of State। ১৯৪৭। 
  7. Union, Pan American (১৯৪৮)। Bulletin of the Pan American Union (ইংরেজি ভাষায়)। The Union।