বিষয়বস্তুতে চলুন

মারিয়া চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মারিয়া চৌধুরী
জন্ম (2000-06-16) ১৬ জুন ২০০০ (বয়স ২৪)
পেশামডেল, অভিনেত্রী
কর্মজীবন২০১৩ - বর্তমান

মারিয়া চৌধুরী (জন্ম: ১৬ জুন ২০০০) হলেন একজন বাংলাদেশী মডেলঅভিনেত্রী[] কাজী হায়াতের ‘ইভটিজিং’ চলচ্চিত্রটির মাধ্যমে বড়পর্দায় তার অভিষেক হয়।[]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

বাংলাদেশের উত্তরবঙ্গের গাইবান্ধার মেয়ে মারিয়া চৌধুরী বড় হয়েছেন ঢাকায়। মারিয়ার বাবা মজিদুল হক চৌধুরী (অবসরপ্রাপ্ত) সামরিক কর্মকর্তা, মা শারমিন চৌধুরী (গৃহিনী)। দুই ভাই-বোনের মাঝে ছোট মারিয়া চৌধুরী। ছোটবেলা থেকেই নাচতে পছন্দ করতেন। এর পর অভিনয়ের প্রতি তার আগ্রহ চলে আসে।[]

ছোট পর্দায় আগমন

[সম্পাদনা]

শিশুকিশোর বিষয়ক অনুষ্ঠান ‘শাপলা শালুক’ এবং ‘আনন্দ ভূবন’র উপস্থাপিকা হিসেবে ছুট পর্দায় হাজির হন মারিয়া চৌধুরী।

অভিনয় জীবন

[সম্পাদনা]

মারিয়া চৌধুরী ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন একজন ভালো অভিনেত্রী হওয়ার। বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেছেন মারিয়া চৌধুরী।[] এর পর ছোট পর্দা থেকে রূপালী পর্দায় অভিনয় শুরু করেন তিনি। চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহানের ‘অবলা নারী-ওয়াও বেবি ওয়াও’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন। তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল ‘ইভটিজিং’, ‘অসম প্রেম’, ‘অবলা নারী’।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ঢালিউড রানি হতে চান মারিয়া"দৈনিক কালের কন্ঠ। ঢাকা৯। ২৭ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৬ 
  2. "ঢাকাই চলচ্চিত্রে নতুন নক্ষত্র মারিয়া"রাইজিংবিডি। ঢাকা। ১১ মার্চ ২০১৫। ২০১৫-০৩-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৬ 
  3. "মারিয়ার স্বপ্নপূরণ"প্রিয়.কম। 24/02/2015। ২০১৫-১০-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 2016-10-18  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  4. "নায়িকা মারিয়া আরএফএলের বিজ্ঞাপনে"দৈনিক কালের কন্ঠ। ঢাকা। ১৭ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ২০১৬-১০-১৮ 
  5. "আমাকে বহুরূপী চরিত্রে দেখা যাবে"দৈনিক কালের কন্ঠ। ঢাকা। ১৮ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ২০১৬-১০-১৮