মাফিয়া ১ (২০২২ এর চলচ্চিত্র)
অবয়ব
মাফিয়া ১ | |
---|---|
পরিচালক | তৌহিদ হোসেন চৌধুরী |
প্রযোজক | জাহেদ খান |
রচয়িতা | দেলোয়ার হোসেন দিল |
শ্রেষ্ঠাংশে |
|
চিত্রগ্রাহক | এসএম আজহার |
সম্পাদক | তৌহিদ হোসেন চৌধুরী |
পরিবেশক | শাপলা মিডিয়া |
মুক্তি | ২৮ ফেব্রুয়ারি ২০২২ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
মাফিয়া ১ ২০২২ সালের বাংলাদেশী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তৌহিদ হোসেন চৌধুরী । অপরাধ জগতের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। এতে খল চরিত্রে ভূমিকায় অভিনয় করেছেন জাহিদ হাসান।[১]
পটভূমি
[সম্পাদনা]বিতর্ক
[সম্পাদনা]এ চলচ্চিত্র নিয়ে নির্মাতাদের ছিল অন্য রকম পরিকল্পনা। শুটিংয়ের সময় সবারই ভাবনা ছিল ১০৪ পর্বের ওয়েব সিরিজ হিসেবে অবমুক্ত হবে নির্মাতা শাহীন শিহাব বলেন শুটিং শেষ করার পর , এটি এখন সিনেমা! পুরো সিনেমাটিকে আটটি ভাগে একের পর এক মুক্তি দেয়া হচ্ছে। এরপর সিকুয়েল হিসেবে আসবে ‘মাফিয়া টু’, ত্রিকুয়েল হিসেবে ‘মাফিয়া থ্রি’, এভাবে আট পর্বের হবে।[২]
অভিনয়ে
[সম্পাদনা]- ইমন,
- মাহিয়া মাহি,
- আনিসুর রহমান মিলন,
- আঁচল,
- মৌ খান,
- মিশা সওদাগর,
- শিবা শানু,
- আঁখি,
- রাহা তানহা,
- শ্যামল মওলা,
মুক্তি
[সম্পাদনা]চলচ্চিত্রটি ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশের ২৫ টি হলে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "২৫ সিনেমা হলে মুক্তি পেল 'মাফিয়া ১'"। ঢাকা প্রকাশ। ১৮ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০২৪।
- ↑ "মাফিয়া'র ভেতরের গল্প"। দ্য ডেইলি স্টার। ২৮ আগষ্ট ২০২১। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০২৪।
- ↑ "নীরবেই ২৫ প্রেক্ষাগৃহে 'মাফিয়া'"। বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম। ১৮ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০২৪।