বিষয়বস্তুতে চলুন

মানস্বী মামগাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মানস্বী মামগাই
জন্ম (1989-10-10) ১০ অক্টোবর ১৯৮৯ (বয়স ৩৫)
উচ্চতা১.৭১ মিটার (৫ ফুট + ইঞ্চি)
উপাধিএলিট মডেল লুক ইন্ডিয়া ২০০৬
মিস ট্যুরিজম ইন্টারন্যাশনাল ২০০৮
ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০১০
সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী
চুলের রংবাদামী
চোখের রংকালো

মনস্বী মামগাই একজন ভারতীয় অভিনেত্রী, মডেল, সমাজকর্মী এবং সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ী। [] তিনি মিস ইন্ডিয়া ট্যুরিজম ইন্টারন্যাশনাল এবং মিস ট্যুরিজম ইন্টারন্যাশনাল ২০০৮ এবং ফেমিনা মিস ইন্ডিয়া ২০১০ এর খেতাব জিতেছেন। তিনি মিস ওয়ার্ল্ড ২০১০ এ ভারতের প্রতিনিধিত্বও করেছিলেন। ২০১৬ সালে, তিনি রিপাবলিকান হিন্দু কোয়ালিশনের ভারতীয় রাষ্ট্রদূত হন। [] তিনি ২০২৩ সালের ভারতীয় রিয়েলিটি টিভি শো, বিগ বস সিজন ১৭ এর একজন প্রতিযোগী ছিলেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

মামগাই দিল্লিতে জন্মগ্রহণ করেন এবং চণ্ডীগড়ে বেড়ে ওঠেন। তার মা প্রভা, উত্তরাখণ্ডের বাসিন্দা। [] ১৫ বছর বয়সে, তিনি নাচ, গান এবং স্কেটিংয়ে প্রায় ৫০টি রাষ্ট্রীয় এবং জাতীয় পুরস্কার জিতেছিলেন। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Manasvi। "Manasvi"Manasvi (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০২১ 
  2. "Manasvi"Republican Hindu Coalition (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০২১ 
  3. "About Uttarakhand"। ৩০ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. "Leading life with Rhythm, Chandigarh Tribune"। ১৬ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।