মাদ্রাজ ও দক্ষিণ মারাঠা রেলওয়ে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাদ্রাজ ও দক্ষিণ মারাঠা রেলওয়ের মানচিত্র

মাদ্রাজ ও দক্ষিণ মারাঠা রেলওয়ে একটি রেল কোম্পানি ছিল, যা দক্ষিণ ভারতে কার্যক্রম পরিচালনা করত। এটি ১৯০৮ সালের ১লা জানুয়ারি মাদ্রাজ রেলওয়েসাউদার্ন মারাঠা রেলওয়েকে একীভূত করে প্রতিষ্ঠিত হয়েছিল।[১]

[[চিত্র:Beypore Railway Station, Chaliyam.jpg|thumb|left|মালাবার জেলার চালিয়ামের বেপুর রেলওয়ে স্টেশন, যা অল্প কিছুকালের জন্য মাদ্রাজ রেলওয়ের পশ্চিম রেল প্রান্তিক ছিল। প্রাথমিকভাবে রেলওয়েটির সদর দফতর মাদ্রাজের রায়পুরমে ছিল, কিন্তু পরে এরম্বুরে একটি নবনির্মিত ভবনে স্থানান্তরিত করা হয়, যা ১৯২২ সালের ১১ই ডিসেম্বর উদ্বোধন করা হয়েছিল। রেলওয়ের ব্যবস্থাপনা ১৯৪৪ সালের ১ এপ্রিল ভারত সরকার সরাসরি গ্রহণ করে।[২] মাদ্রাজ ও দক্ষিণ মারাঠা রেলওয়ে, দক্ষিণ ভারতীয় রেলওয়ে এবং মহীশূর রাজ্য রেলওয়েকে ১৯৫১ সালের ১৪ই এপ্রিল একীভূত করে দক্ষিণ রেলওয়ে গঠন করা হয়, যা ভারতীয় রেলের ১৮ টি জোন বা অঞ্চলের একটি।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. RailwaysThe Cambridge Economic History of India, Vol 2, page 755। Orient Longmans Private Limited। ২০০৫। আইএসবিএন 9788125027317। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০২১ 
  2. "Chapter 1 - Evolution of Indian Railways-Historical Background"। Ministry of Railways website।