মাদাগাস্কার প্ল্যান
মাদাগাস্কার প্ল্যান হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান সরকার কর্তৃক গৃহীত একটি প্রস্তাবিত পরিকল্পনা।
সংক্ষিপ্ত বিবরণ[সম্পাদনা]
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির হাতে ফ্রান্স এর পতন হলে ফ্রান্সের উপনিবেশগুলোও জার্মানদের দখলে চলে যায়। ১৯৪০ সালের জুনের দিকে নাৎসি সরকার ইউরোপের ঈহুদিদের মাদাগাস্কার দ্বীপে জোরপূর্বক পুনর্বাসন করার একটি পরিকল্পনা হাতে নেয়; এই প্রস্তাবটিই মাদাগাস্কার প্ল্যান নামে পরিচিতি পায়।
মূল[সম্পাদনা]

জার্মান প্রাচ্যবিদ পল ডি লেগার্ড ছিলেন ইউরোপীয় ইহুদিদের মাদাগাস্কারে স্থানান্তরিত করার ধারণাটিকে নিয়ে লেখা প্রথম দিকের লেখক।[1]