বিষয়বস্তুতে চলুন

মাডেরা ট্রিবিউন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাডেরা ট্রিবিউন
ধরনসাপ্তাহিক দু'বারের পত্রিকা
মালিকচার্লস ডাউড
প্রতিষ্ঠাতাএডগার ইউজিন ভিনসেন্ট
প্রতিষ্ঠাকাল২১ মার্চ ১৮৮৫
রাজনৈতিক মতাদর্শরক্ষণশীল
সদর দপ্তরমাডেরা, ক্যালিফোর্নিয়া
ওয়েবসাইটhttp://www.maderatribune.com/

মাদেরা ট্রিবিউন ক্যালিফোর্নিয়ার মাডেরার একটি পত্রিকা।

এডগার ইউজিন ভিনসেন্ট ২১ মার্চ ১৮৮৫ সালে মাদেরা মার্কারি প্রতিষ্ঠা করেছিলেন। মাদেরা ট্রিবিউন নামে আরেকটি কাগজ ১৮৯২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। [] দুটি কাগজ একীভূত হয়ে ১৮২০ সালে মাদেরা মার্কারি-ট্রিবিউনে পরিণত হয়েছিল।

১৯৪৯ সালে মাদেরা মার্কারি-ট্রিবিউনকে রিসিভারশিপ দেওয়া হয়েছিল। সেই সম্পদ তখন ডিন লেশার কিনেছিলেন, যিনি ১৯৪০ এর দশকে প্রতিষ্ঠিত মাদেরা ডেইলি নিউজ নামে অন্য একটি কাগজ কিনেছিলেন। সম্মিলিত কাগজটির নাম ছিল মাদেরা নিউজ ট্রিবিউন[]

লেশারের মৃত্যুর পরে লেশার নিউজপেপারস, ইনক কাগজটি ইউএস মিডিয়া কাছে বিক্রি করেছিল, যা পরে প্যাসিফিক সিয়েরা পাবলিশিংয়ের কাছে বিক্রি হয়েছিল। প্যাসিফিক সিয়েরা পাবলিশিং ২০০৩ সালে কাগজটি বন্ধ করতে চলেছিল, যখন এটি তখনকার সম্পাদক চার্লস ডাউডকে বিক্রি করা হয়েছিল, যিনি ২০০৪ সালে মাদেরা প্রিন্টিং এবং পাবলিশিং ইনক প্রতিষ্ঠা করেছিলেন। []

সম্পাদকীয় অবস্থান

[সম্পাদনা]

সংবাদপত্রের ওয়েবসাইটে কাগজটি রক্ষণশীল কর্মী ও পরামর্শক স্টিফেন ফ্র্যাঙ্কের একটি উক্তি উদ্ধৃত করে বলেছে, " দ্য মাদেরা ট্রিবিউন ক্যালিফোর্নিয়ার অন্যতম সত্যিকারের রক্ষণশীল সংবাদপত্র।" []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Coate, Bill (এপ্রিল ৬, ২০১৭)। "Over 132 years, journalism in Madera has had its heroes"Madera Tribune 
  2. "History"Madera Tribune। সংগ্রহের তারিখ অক্টোবর ১২, ২০১৭ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]