মাগাওয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাগাওয়া
জন্ম২০১৪
মৃত্যু১১ জানুয়ারি ২০২২
পেশামাইন চিহ্নিতকারী
টীকা
অবসরপ্রাপ্ত, (জুন ২০২১)

মাগাওয়া হচ্ছে একটি আফ্রিকান দৈত্যাকার বটুয়া ইঁদুর যেটি কম্বোডিয়ায় বেসামরিক যুদ্ধ চলাকালীনে পুঁতে রাখা মাইন বেশি সংখ্যক চিহ্নিত করে ভূমি মাইন মুক্ত করতে সহায়তা করেছিল।[১]

জন্ম ও প্রাণির বিবরণ[সম্পাদনা]

এটি আফ্রিকার তানজানিয়ায় ২০১৪ সালে জন্ম গ্রহণ করে। এটির বৈজ্ঞানিক নাম হচ্ছে Cricetomys gambianus। এটির ওজন ১ দশমিক ২ কিলোগ্রাম। লম্বা ৭০ সেন্টিমিটার। এই প্রজাতির ইঁদুর অন্যদের চেয়ে তুলনামূলক বড় হলেও মাগওয়া এখনো অনেক ছোট ও হালকা–পাতলা গড়নের। ফলে যখন মাইনের ওপর দিয়ে হেঁটে যায়, তখন সেটি বিস্ফোরিত হওয়ার মতো ভর সৃষ্টি করতে পারে না।[১]

কর্মজীবন ও অবদান[সম্পাদনা]

২০১৬ সালে এটিকে বেলজিয়াম ভিত্তিক অলাভজনক সংস্থা 'APOPO:Anti-Persoonsmijnen Ontmijnende Product Ontwikkeling’ বা মাইনমুক্তকারী উপাদান সরবরাহকারী প্রতিষ্ঠান কর্তৃক প্রশিক্ষণ দিয়ে কম্বোডিয়ার উত্তর-পশ্চিমের শহর সিম রিপে মাইন চিহ্নিতকরণের কাজে নিয়োগ করা হয়।[২]

মাগাওয়া একটি মাঠে মাইন খুঁজছে

এটি পাঁচ বছর সফলতা ও কৃতিত্বের সাথে ৭১টি স্থলমাইন ও ৩৮ টি অবিস্ফোরিত গোলা শনাক্ত করেছে।এটি ১,৪১০০০ বর্গ মিটার এলাকা মাইনমুক্ত করে নিরাপদ করেছে। [১]

স্বীকৃতি[সম্পাদনা]

যুক্তরাজ্যভিত্তিক প্রাণিবিষয়ক দাতব্য সংস্থা পিপলস ডিসপেনসারি ফর সিক অ্যানিমেলস (পিডিএসএ) তাকে জমকালো আয়োজনের মাধ্যমে তাঁর বীরত্বপূর্ণ কাজের জন্য পিডিএসএ স্বর্ণপদক প্রদান করে। কম্বোডিয়ায় মাগাওয়াকে সাহসী মাগাওয়া ও বিভিন্ন দেশে সাহসী ইঁদুর উপাধিতে ডাকা হয়।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Press, Associated (5 জুন, 2021)। "Magawa the mine-sniffing rat ends career in Cambodia on a high"the Guardian  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. "'Hero rat' Magawa retires from Cambodian bomb sniffing career"www.aljazeera.com 
  3. CNN's Jessie Yeung, https://www.cnn.com/2021/06/05/asia/magawa-hero-rat-retires-scli-intl/index.html