মাইক্রোসফট সার্টিফায়েড প্রফেশনাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লোগো

মাইক্রোসফট সার্টিফিকেশন হলো মাইক্রসফট পণ্যের জন্য তথ্যপ্রযুক্তি পেশাদার সার্টিফিকেশন। এক বা একাধিক পরীক্ষায় পাসের পর প্রতিটি সার্টিফিকেট প্রদান করা হয়। ২০১৩ সালের ১ অক্টোবর মাইক্রোসফট সার্টিফায়েড আর্কিটেক্ট, মাইক্রোসফট সার্টিফায়েড সলিউশনস মাস্টার এবং মাইক্রোসফট সার্টিফায়েড মাস্টার্স বিলুপ্ত হয়। পরীক্ষাসমূহ দুই বা তিন ঘণ্টা ধরে অনুষ্ঠিত হয় এবং ৪০ থেকে ৯০টি বহু-নির্বাচনী, ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইত্যাদি নিয়ে পরীক্ষা হয়।

বর্তমান সার্টিফিকেশন[সম্পাদনা]

মাইক্রোসফট সার্টিফায়েড সলিউশনস অ্যাসোসিয়েট[সম্পাদনা]

মাইক্রোসফট সার্টিফায়েড সলিউশনস অ্যাসোসিয়েট হলো উচ্চতর সার্টিফিকেশনের ভিত্তি এবং মাইক্রোসফট সার্টিফায়েড সলিউশনস এক্সপার্ট এর পূর্বশর্ত। এটি মাইক্রোসফট সার্টিফায়েড টেকনোলজি স্পেশালিস্টকে প্রতিস্থাপন করে।

মাইক্রোসফট সার্টিফায়েড সলিউশনস এক্সপার্ট[সম্পাদনা]

এই সার্টিফিকেশন প্রতি তিন বছর পর পর নবায়ন করতে হয়। এটি ধীরে ধীরে মাইক্রোসফট সার্টিফায়েড আইটি প্রফেশনালকে প্রতিস্থাপন করবে।

মাইক্রোসফট সার্টিফায়েড সলিউশনস ডেভেলপার[সম্পাদনা]

এই সার্টিফিকেশন প্রতি দুই বছর পর পর নবায়ন করতে হয়।

মাইক্রোসফট স্পেশালিস্ট[সম্পাদনা]

বিলুপ্ত সার্টিফিকেশন[সম্পাদনা]

মাইক্রোসফট সার্টিফায়েড আর্কিটেক্ট[সম্পাদনা]

মাইক্রোসফট সার্টিফায়েড আর্কিটেক্ট হলো মাইক্রোসফট সার্টিফিকেশনের চূড়া। এই সার্টিফিকেট অর্জনের পূর্বে মাইক্রোসফট সার্টিফায়েড মাস্টার্স সার্টিফিকেট অর্জন করতে হয়। যেসব পণ্যে মাইক্রোসফট সার্টিফায়েড আর্কিটেক্ট সার্টিফিকেট প্রদান করা হয় :

  • মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভার
  • মাইক্রোসফট এসকিউএল সার্ভার
  • উইন্ডোজ সার্ভার : ডিরেক্টরি
  • মাইক্রোসফট শেয়ারপয়েন্ট ২০১০

মাইক্রোসফট সার্টিফায়েড সিস্টেমস অ্যাডমিনিস্ট্রেটর[সম্পাদনা]

মাইক্রোসফট সার্টিফায়েড সিস্টেমস ইঞ্জিনিয়ার[সম্পাদনা]

মাইক্রোসফট সার্টিফায়েড আইটি প্রফেশনাল[সম্পাদনা]

যেসব পণ্যে মাইক্রোসফট সার্টিফায়েড আইটি প্রফেশনাল সার্টিফিকেট প্রদান করা হয় :

  • উইন্ডোজ ক্লায়েন্ট
  • উইন্ডোজ সার্ভার
  • মাইক্রোসফট এসকিউএল সার্ভার
  • মাইক্রোসফট অফিস প্রজেক্ট সার্ভার
  • মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভার
  • মাইক্রোসফট শেয়ারপয়েন্ট
  • মাইক্রোসফট লিঙ্ক

মাইক্রোসফট সার্টিফায়েড সলিউশনস মাস্টার[সম্পাদনা]

মাইক্রোসফট সার্টিফায়েড টেকনোলজি স্পেশালিস্ট[সম্পাদনা]

যেসব পণ্যে মাইক্রোসফট সার্টিফায়েড টেকনোলজি স্পেশালিস্ট সার্টিফিকেট প্রদান করা হয় :

  • এক্সচেঞ্জ সার্ভার
  • লিঙ্ক সার্ভার
  • প্রজেক্ট অ্যান্ড প্রজেক্ট সার্ভার
  • শেয়ারপয়েন্ট অ্যান্ড শেয়ারপয়েন্ট সার্ভার
  • এসকিউএল সার্ভার
  • সিস্টেম সেন্টার
  • ভার্চুয়ালাইজেশন
  • ভিজুয়াল স্টুডিও
  • উইন্ডোজ ক্লায়েন্ট
  • উইন্ডোজ এমবেডেড
  • উইন্ডোজ সার্ভার

মাইক্রোসফট সার্টিফায়েড প্রফেশনাল ডেভেলপার[সম্পাদনা]

যেসব পণ্যে মাইক্রোসফট সার্টিফায়েড প্রফেশনাল ডেভেলপার সার্টিফিকেট প্রদান করা হয় :

  • মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও ২০১০
  • মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও ২০০৮
  • মাইক্রোসফট শেয়ারপয়েন্ট সার্ভার ২০১০
  • মাইক্রোসফট এসকিউএল সার্ভার ২০০৮

মাইক্রোসফট সার্টিফায়েড মাস্টার্স[সম্পাদনা]

মাইক্রোসফট সার্টিফায়েড ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর[সম্পাদনা]

মাইক্রোসফট সার্টিফায়েড ট্রেনার[সম্পাদনা]

তৃতীয় পক্ষ সার্টিফিকেসনস[সম্পাদনা]

মাইক্রোসফট অফিস স্পেশালিস্ট[সম্পাদনা]

মাইক্রোসফট টেকনোলজি অ্যাসোসিয়েট[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]