মাইক্রোনেশিয়া যুক্তরাজ্য ফুটবল অ্যাসোসিয়েশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাইক্রোনেশিয়া যুক্তরাজ্য ফুটবল অ্যাসোসিয়েশন
প্রতিষ্ঠিত১৯৯৯; ২৫ বছর আগে (1999)
সদর দপ্তরমাইক্রোনেশিয়া যুক্তরাজ্য
ফিফা অধিভুক্তিনেই
সভাপতিমাইক্রোনেশিয়া যুক্তরাজ্য জেফ্রি উইদেল

মাইক্রোনেশিয়া যুক্তরাজ্য ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Federated States of Micronesia Football Association; এছাড়াও সংক্ষেপে এফএসএমএফএ নামে পরিচিত) হচ্ছে মাইক্রোনেশিয়া যুক্তরাজ্যের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।[১] এই সংস্থাটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি। এই সংস্থার সদর দপ্তর মাইক্রোনেশিয়া যুক্তরাজ্যে অবস্থিত।

এই সংস্থাটি মাইক্রোনেশিয়া যুক্তরাজ্যের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে মাইক্রোনেশিয়া যুক্তরাজ্য ফুটবল চ্যাম্পিয়নশিপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে।[২] বর্তমানে মাইক্রোনেশিয়া যুক্তরাজ্য ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন জেফ্রি উইদেল

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "FSMFA History Source"mywebpages.comcast.net। ১২ জুলাই ২০০২। Archived from the original on ১৪ জুন ২০০২। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২০ 
  2. Minahan, James (২৩ ডিসেম্বর ২০০৯)। The Complete Guide to National Symbols and EmblemsABC-CLIO। পৃষ্ঠা 109। আইএসবিএন 978-0313344978। ১ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]