মাইকোব্যাক্টেরিয়াম লেপ্রি
মাইকোব্যাক্টেরিয়াম লেপ্রি | |
---|---|
![]() |
|
Microphotograph of Mycobacterium leprae taken from a skin lesion. Source: CDC | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Bacteria |
পর্ব: | Actinobacteria |
বর্গ: | Actinomycetales |
উপবর্গ: | Corynebacterineae |
পরিবার: | Mycobacteriaceae |
গণ: | Mycobacterium |
প্রজাতি: | M. leprae |
দ্বিপদী নাম | |
Mycobacterium leprae Hansen, 1874 |
মাইকোব্যাক্টেরিয়াম লেপ্রি অপেক্ষাকৃত শীতল অঙ্গে বৃদ্ধি পায় (তাই চামড়া, নাক, ও টেস্টিসে হলেও অন্তর্বর্তী অঙ্গ যেমন ডিম্বাশয়ে সাধারণতঃ হয়না)। এই ব্যাক্টেরিয়া এখনো শরীরের বাইরে গজানো (কালচার করা) যায়নি। নটি ডোরা বিশিষ্ট আর্মাডিলো (nine banded armadillo) নামক প্রাণীর শরীরের অভ্যন্তর অপেক্ষাকৃত শীতল হওয়ায় এর পুরো শরীরে মাইকোব্যাক্টেরিয়াম লেপ্রি গজানো যায়। নতুবা ইদুরের পায়ের পাতায় এদের গজানো যায়। মাইকোব্যাক্টেরিয়াম লেপ্রি খুব ধীরে বৃদ্ধিপায় -ব্যাক্টেরিয়াদের মধ্যে এব্যাপারে ধীরতমদের অন্যতম: দ্বিগুণ হতে সময় লাগে এক সপ্তাহ।