মাইকেল পেরি (ত্রৈধ লম্ফবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মাইকেল পেরি (জন্ম ৩০ সেপ্টেম্বর ১৯৭৭) একজন অস্ট্রেলীয় ত্রৈধ লম্ফবিদ।

সিডনিতে ২০০৫ অস্ট্রেলীয় জাতীয় চ্যাম্পিয়নশিপ জেতা অ্যান্ড্রু মারফিকে তার শেষ প্রচেষ্টায় পরাজিত করে এবং টানা ১২টি জাতীয় শিরোপা জিতে মার্ফের রাজত্বের অবসান ঘটান। তিনি ২০০৬ কমনওয়েলথ গেমসে নবম স্থান অধিকার করেন। ।

তার ব্যক্তিগত সেরা ১৬.৬৭ মিটার, নভেম্বর ২০০৫ এ ব্রিসবেন অর্জিত। [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Michael Perry আইএএএফ প্রোফাইল (ইংরেজি)