মহারাষ্ট্র প্রদেশ যুব কংগ্রেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মহারাষ্ট্র প্রদেশ যুব কংগ্রেস (এমপিওয়াইসি)
সভাপতিকুনাল নীতিন রাউত
সহ-সভাপতিশিবরাজ মোর শরণ পাতিল, অনিকেত মাত্রে, সোনালক্ষ্মী ঘাগ, তানভীর আহমেদ, প্রশান্ত ওগল
মুখপাত্রসন্দেশ জাদে, প্রভাত ঝা
সদর দপ্তরমুম্বই
মাতৃ সংগঠনমহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস কমিটি
আন্তর্জাতিক অন্তর্ভুক্তিপ্রগতিশীল জোট,
সোশ্যালিস্ট ইন্টারন্যাশনাল
ওয়েবসাইটiyc.in

মহারাষ্ট্র প্রদেশ যুব কংগ্রেস (এমপিওয়াইসি) হল ভারতীয় যুব কংগ্রেসের মহারাষ্ট্র রাজ্য ইউনিট। কংগ্রেস পার্টির সম্মুখ সংগঠন যার উদ্দেশ্য সামাজিক কারণের জন্য লড়াই করা এবং ডানপন্থী দলগুলির বিরুদ্ধে তর্ক করা। কুনাল নীতিন রাউত সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করছেন।

প্রতিবাদ[সম্পাদনা]

এমপিওয়াইসি জ্বালানি মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছিল।[১][২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Maharashtra: Youth Congress stages protest against fuel price hike"www.mid-day.com (ইংরেজি ভাষায়)। ২০২১-০৭-১৪। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১১ 
  2. "Nagpur: Maharashtra Pradesh Youth Congress workers stage protest over price rise, corruption | TOI Original - Times of India Videos"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১১