মহারাজা রঞ্জিৎ সিং পুরস্কার
অবয়ব
মহারাজা রানজিৎ সিং পুরস্কার হল পাঞ্জাব রাজ্য সরকার কর্তৃক ক্রীড়া বিষয়ে শ্রেষ্ঠত্ব ও কৃতিত্বের জন্য প্রদত্ত পাঞ্জাবের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার। যা হতে পারে অলিম্পিক পর্যায়ে, বিশ্ব চ্যাম্পিয়নশিপ পর্যায়ে, জাতীয় এবং অন্যান্য আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য। পুরস্কারটি প্রথম ১৯৭৮ সালে মহারাজা রানজিৎ সিং ট্রফি প্রদান করা হয়েছিল এবং পুরস্কার মুল্য ছিল সম্মাননা সনদ ও ১ লাখ রুপি। প্রথম পুরস্কার প্রাপ্ত ব্যক্তি ছিলেন অলিম্পিক ক্রীড়াবিদ পারগত সিং।[১] ১৯৯৬ সালে পরে ২০০৫ সালে পর্যন্ত ১০ বছর এ পুরস্কার প্রদান করা হয়নি। তবে ২০০৬ সাল থেকে পুনরায় চালু করা হয়।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- Official list of Maharaja Ranjit Singh Awardees Government of Punjab (India)
- Maharaja Ranjit Singh Awards Article 1
- Maharaja Ranjit Singh Awards Article 2 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ অক্টোবর ২০০৭ তারিখে The Hindu