মনোয়ার হোসেন নান্নু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মনোয়ার হোসেন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মনোয়ার হোসেন নান্নু
মৃত্যু ১৬ ফেব্রুয়ারি ২০০৮(২০০৮-০২-১৬)
মৃত্যুর স্থান ঢাকা, বাংলাদেশ
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
যুব পর্যায়
১৯৬৮–১৯৬৯ তেজগাঁও ফ্রেন্ডস
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৬৯–১৯৭০ ওয়ারী
১৯৭১–১৯৭৪ ঢাকা মোহামেডান
১৯৭৪–১৯৮২ ঢাকা আবাহনী
জাতীয় দল
১৯৭৩ বাংলাদেশ
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

মনোয়ার হোসেন নান্নু (মৃত্যু: ১৬ ফেব্রুয়ারি ২০০৮; মনোয়ার হোসেন নামে সুপরিচিত) একজন বাংলাদেশী পেশাদার ফুটবল খেলোয়াড় ছিলেন।[১] নান্নু তার ১৩ বছরের খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় ঢাকা আবাহনীর হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন। তিনি মূলত একজন কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।

১৯৬৮–৬৯ মৌসুমে, তেজগাঁও ফ্রেন্ডসের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে নান্নু ফুটবল জগতে প্রবেশ করেছিলেন এবং এই দলের হয়ে খেলার মাধ্যমেই তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছিলেন।[২] ১৯৬৯–৭০ মৌসুমে, ওয়ারীর হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন,[১] যেখানে তিনি মাত্র ১ মৌসুম অতিবাহিত করেছিলেন। অতঃপর ১৯৭১–৭২ মৌসুমে তিনি ঢাকা মোহামেডানে যোগদান করেছিলেন। সর্বশেষ ১৯৭৪–৭৫ মৌসুমে, তিনি ঢাকা মোহামেডান হতে বাংলাদেশী ক্লাব ঢাকা আবাহনীতে যোগদান করেছিলেন;[১] ঢাকা আবাহনীর হয়ে ৮ মৌসুম খেলার পর তিনি অবসর গ্রহণ করেছিলেন। ১৯৭৩ সালে, নান্নু বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছিলেন।[৩]

ব্যক্তিগতভাবে, নান্নু বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছিলেন, যার মধ্যে ১৯৭৪ সালে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কর্তৃক বছরের সেরা ফুটবলারের পুরস্কার জয় অন্যতম।[৪]

ক্লাব ফুটবল[সম্পাদনা]

১৯৬৮ সালে তেজগাঁও ফ্রেন্ডসের হয়ে নান্নুর যুব পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন।[২] ১৯৬৯ সালে ওয়ারীর ফুটবলার হিসেবে ঢাকা লীগে অভিষেক করেছিলেন। পরবর্তীকালে তিনি ঢাকা মোহামেডানের হয়ে খেলেছিলেন। ১৯৭৪ সাল হতে ১৯৮২ সাল পর্যন্ত তিনি ঢাকা আবাহনী হয়ে খেলেছিলেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

১৯৭৩ সালে, নান্নু আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে অভিষেক করেছিলেন। একই বছরে অনুষ্ঠিত মারদেকা কাপে নান্নু বাংলাদেশের অধিনায়কত্ব করেছিলেন।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

মনোয়ার হোসেন নান্নু তৎকালীন পূর্ব পাকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন। তার বড় ভাই চুন্নু এবং ছোট ভাই সামছুল হক মঞ্জুও ফুটবল খেলোয়াড় ছিলেন।[১][৫][৬] নান্নু শাহানা হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।[৭] ২০০৮ সালের ১৬ই ফেব্রুয়ারি তারিখে নান্নু বাংলাদেশের ঢাকায় মৃত্যুবরণ করেছেন।[৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The irreplaceable Nannu"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০০৮-০২-১৭। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৬ 
  2. "নান্নুকে ভুলে গেছে সবাই"www.jugantor.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৫ 
  3. "Footballer Monwar Hossain Nannu dies"bdnews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৬ 
  4. admin (২০১৬-০৪-২৬)। "BSPA Awardee"BSPA (ইংরেজি ভাষায়)। ২০১৮-১১-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৫ 
  5. "The twin dreams"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৪-২৬। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৬ 
  6. "Dhaka derby now on Thursday"The Daily Star। ২০০৫-০৮-২৩। ২০১৯-০৬-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৬ 
  7. "Award named after Nannu"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০০৮-০৭-২০। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৬ 
  8. "Nannu's death mourned"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০০৮-০২-১৭। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৬