মনীশ কুঞ্জম
মনীশ কুঞ্জম ছত্তিশগড়ের একজন ভারতীয় কমিউনিস্ট রাজনীতিবিদ এবং ভারতের কমিউনিস্ট পার্টির নেতা। [১] [২] তিনি ১৯৯০ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত মধ্যপ্রদেশ বিধানসভায় (বর্তমানে ছত্তিশগড়) কোন্তা নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেন [৩] [৪] তিনি ভারতের কমিউনিস্ট পার্টির জাতীয় কার্যনির্বাহী সদস্য। [৫] এছাড়াও তিনি সর্বভারতীয় আদিবাসী মহাসভার সভাপতি। [৬] ছত্তিশগড়ের বস্তার অঞ্চলের আদিবাসীরা একটি প্রস্তাবিত টাটা স্টিল প্ল্যান্টের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু করে, অভিযোগ করে যে প্রশাসন এবং কোম্পানি তাদের জমি ছেড়ে দিতে বাধ্য করছে। টাটা স্টিল প্ল্যান্টের বিরুদ্ধে আদিবাসীদের বিক্ষোভ। মনীশ কুঞ্জম খুব বিশিষ্ট ভূমিকা পালন করেছিলেন কারণ তিনি এমনকি গ্রেপ্তার হয়েছিলেন যার ফলস্বরূপ বস্তারের লোহান্ডিগুড়ার আশেপাশের দশটি গ্রামের লোকদের জমি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছিল।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Our troubles are endless"। frontline.thehindu.com।
- ↑ "CPI leader Manish Kunjam meets huge crowd of protesting villagers in Silger"। freepressjournal.in।
- ↑ "Konta Assembly Constituency Election Result"। resultuniversity.com।
- ↑ "MANISH KUNJAM"। myneta.info।
- ↑ "Leadership"। CPI Official Copy। ২৬ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২৩।
- ↑ http://www.minesandcommunities.org/article.php?a=4478