বিষয়বস্তুতে চলুন

মনিরুল হক সাক্কু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাননীয় মেয়র
মনিরুল হক সাক্কু
কুমিল্লা সিটি কর্পোরেশনের ১ম মেয়র
কাজের মেয়াদ
৬ জানুয়ারী ২০১২ – ২০২২
প্রধানমন্ত্রীশেখ হাসিনা
উত্তরসূরীআরফানুল হক রিফাত
ব্যক্তিগত বিবরণ
জন্ম১১ ডিসেম্বর ১৯৬২
কুমিল্লা, পূর্ব পাকিস্তান
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাসস্থানকুমিল্লা, বাংলাদেশ
পেশারাজনীতিবিদ

মনিরুল হক সাক্কু (জন্ম: ১৯৬২) একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি কুমিল্লার প্রথম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র।[] তিনি কুমিল্লায় জন্মগ্রহণ করেন।

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

মনিরুল হক সাক্কু ১৯৯৩ সালে জেলা যুবদলের সভাপতি হন। ওই পদে তিনি ২০১০ পর্যন্ত বহাল ছিলেন। ২০০৩ সালে তিনি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হন।[]

২০০৫ সালের উপনির্বাচনে তিনি কুমিল্লার পৌর চেয়ারম্যান নির্বাচিত হন। ২১ মে তিনি পৌর চেয়ারম্যানের দায়িত্ব পালন শুরু করেন ও পরের বছরের ১০ জানুয়ারি পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের ১৬ নভেম্বর তিনি দ্বিতীয় মেয়াদে পৌর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান।[]

২০১২ সালে কুমিল্লার প্রথম সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি আওয়ামী লীগ প্রার্থী আফজল খানকে হারিয়ে মেয়র নির্বাচিত হন।[] ২০১৭ সালে তিনি এখান থেকে দ্বিতীয়বারের মত মেয়র নির্বাচিত হন।[]

২০২১ সালে তাকে বিএনপি থেকে বহিস্কার করা হয়।[]

সমালোচনা

[সম্পাদনা]

তার বিরুদ্ধে হত্যা, কলেজে আগুন দেওয়া, আয়কর ফাঁকিসহ একাধিক অভিযোগ রয়েছে।[][] ১৯৭৯ সালে তার বিরুদ্ধে প্রবীর হত্যার অভিযোগে মামলা হয়।[] এরপর তিনি সিঙ্গাপুর চলে যান। তিনি কুমিল্লার অজিত গুহ কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বিজ্ঞানাগারে আগুন লাগার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি ছিলেন।[] ২০০১ থেকে ২০০৬ সালের সরকারের সময় তার বিরুদ্ধে টেন্ডারবাজি ও বালুমহাল দখল করে টাকা লুটের অভিযোগ রয়েছে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "মনিরুল হক সাক্কু কুসিকের প্রথম মেয়র নির্বাচিত"দৈনিক সংগ্রাম। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "সাক্কু কাহিনী"সমকাল। ২১ মার্চ ২০১৭। ৯ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২০ 
  3. "কুমিল্লার প্রথম মেয়র নির্বাচিত হলেন মনিরুল হক সাক্কু"bangla.irib.ir। ২০১৬-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৩-২২ 
  4. "কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির জয়"বিবিসি নিউজ বাংলা। ৩০ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২০ 
  5. "বিএনপি থেকে কুমিল্লার মেয়র সাক্কুকে অব্যাহতি"Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১৭ 
  6. "কুমিল্লার মেয়র মনিরুল হক 'আত্মগোপনে'"প্রথম আলো। ২৩ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২০