মনসুবা জংশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মনসুবা জংশন
পরিচালকশিহাব শাহীন
শ্রেষ্ঠাংশেতাহসান রহমান খান
তিশা
মুক্তির তারিখ২৯ অক্টোবর, ২০১২, এনটিভি

মনসুবা জংশন ২৯ অক্টোবর, ২০১২, এনটিভিতে সম্প্রচারিত একটি বাংলাদেশী টেলিফিল্ম ।

কাহিনী সংক্ষেপ[সম্পাদনা]

কোনো এক জংশন স্টেশনে নিলার সঙ্গে প্রথম দেখা হয় পিয়ালের। প্রথম দেখাতেই ভালো লাগা। সব মিলিয়ে একটি প্রেমকাহিনি তৈরি হওয়ার আগেই হুট করে অন্য ট্রেনে উঠে চলে যায় নিলা। তার পর থেকে পিয়াল খুঁজতে থাকে নিলাকে। স্কেচ করে ফেসবুকে আপলোড করেও জানতে চায় নিলার খোঁজ। এরই মাঝে হঠাৎ তাদের আরেক দিন দেখা হয় একটা শপিং মলে। তা-ও আবার কয়েক মুহূর্তের জন্য। এরপর দেখা হয় পাঁচ বছর পর। তত দিনে ঘটে গেছে অনেক কিছু।[১]

অভিনয়[সম্পাদনা]

গল্প ও সংলাপ[সম্পাদনা]

  • শিহাব শাহীন
  • মেজবাহউদ্দিন সুমন

সংগীত[সম্পাদনা]

গানের তালিকা[সম্পাদনা]

ট্র্যাক গান কণ্ঠশিল্পী লিরিক্স সংগীত আয়োজন
প্রথম প্রেম তাহসান রিফাত আলম সাজিদ সরকার

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]