মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বহুবিবাহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বহুবিবাহ

যদিও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বহুবিবাহ বৈধ এটি রিপোর্ট করা হয়েছে যে দেশটিতে বসবাসকারী আরও সুশিক্ষিত মহিলারা এর বিরোধিতা করার প্রবণতা দেখিয়েছেন পরিবর্তে একবিবাহী বিবাহের পক্ষে। দেশটির আইনী ধারা একজন পুরুষকে চারটি পর্যন্ত স্ত্রী গ্রহণের অনুমতি দেয় তবে তার প্রথম চুক্তি করার আগে তাকে তার ভবিষ্যতের বিবাহের প্রকৃতি সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে। অন্য কথায় যদি একজন পুরুষ ভবিষ্যতে আরও এক থেকে তিনজন নারীকে বিয়ে করার পরিকল্পনা করে তাহলে তাকে অবশ্যই এটা পরিষ্কার করতে হবে: অন্যথায় পরবর্তীতে তার মন পরিবর্তন হলে তাকে অতিরিক্ত নারীদের বিয়ে করার অনুমতি দেওয়া হবে না।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. OECD (২০ ফেব্রুয়ারি ২০১০)। Atlas of Gender and Development How Social Norms Affect Gender Equality in non-OECD Countries। OECD Publishing। পৃষ্ঠা 206। আইএসবিএন 978-9264077478