মধু সপ্রে
মধু সপ্রে | |
---|---|
জন্ম | মধুশ্রী সপ্রে ১৪ জুলাই ১৯৭১ নাগপুর, ভারত |
পেশা | মডেল, অভিনেত্রী |
উপাধি | ফেমিনা মিস ইন্ডিয়া (১৯৯২) মিস ইউনিভার্স (১৯৯২) (২য় রানার আপ) |
সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী | |
চুলের রং | কালো |
চোখের রং | কালো |
প্রধান প্রতিযোগিতা | ফেমিনা মিস ইন্ডিয়া (১৯৯২) (বিজয়ী) মিস ইউনিভার্স (১৯৯২) (২য় রানার আপ) |
মধু সপ্রে (মারাঠি: मधू सप्रे: জন্মঃ ১৯৭১) ভারতের একজন প্রাক্তন মডেল এবং অভিনেত্রী। ১৯৯২ সালে অনুষ্ঠিত ফেমিনা মিস ইন্ডিয়া এবং মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতায় মধু অংশ নিয়েছিলেন। মধুর জন্ম হয়েছিলো নাগপুরে।
কর্মজীবন
[সম্পাদনা]মধু সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেবার পরে অনেক মানুষের নজর কাড়েন। তাকে চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়।[১] যদিও তিনি প্রথম শ্রেণীর চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছিলেননা; তিনি ২০০৩ সালের চলচ্চিত্র 'বুম'-এ অভিনয় করেন।
১৯৯০-এর দশকের মধু মিলিন্দ সোমনের সঙ্গে সম্পূর্ণ উলঙ্গ হয়ে 'টাফ সু'জ' নামের একটি জুতার বিজ্ঞাপনে সচিত্র মডেল হন এবং সমালোচিত হন। বিজ্ঞাপন চিত্রটিতে একটি অজগর সাপ ব্যবহার করা হয় যদিও ওটাতে কোনো বিষ ছিলোনা; মধু এবং মিলিন্দ ভারতের বন্যপ্রাণী আইনের আওতায় পড়ে যান যদিও তাদের কোনো দোষ ছিলোনা কারণ তারা বিজ্ঞাপনের প্রযোজকের নির্দেশে কাজ করেছিলেন।[২]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]মধুর স্বামী একজন ইতালীয়; গিয়ান মারিয়া এমেনদাতোরি নামের একজন ইতালীয় ব্যবসায়ীকে ২০০১ সালে বিয়ে করেন মধু; মধুর এবং গিয়ানের ইন্দিরা নামের একটি মেয়ে আছে।[৩][৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Madhu Sapre - Miss India 1992 / Miss Universe 2nd Runner up"। Rediff। ২২ অক্টোবর ১৯৯৭। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১১।
- ↑ "Tuff shoes case: Madhu, Milind plead not guilty"। The Times of India। ২৯ অক্টোবর ২০০৪। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১১।
- ↑ "Celebrity Surfing with Madhu Sapre"। ১৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ Madhu Sapre- Supermodel to Supermom
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে মধু সপ্রে (ইংরেজি)