মতিলাল ধর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মতিলাল ধর
১৪তম বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
কাজের মেয়াদ
২ ফেব্রুয়ারি ১৯৭৭ – ১৫ ডিসেম্বর ১৯৭৭
নিয়োগদাতাফখরুদ্দিন আলি আহমেদ
পূর্বসূরীকালু লাল শ্রীমালী
উত্তরসূরীহরি নারায়ণ

মতিলাল ধর (২২ অক্টোবর ১৯১৪ - ২০ জানুয়ারী ২০০২)[১] ছিলেন ভারতের একজন বিশিষ্ট ওষুধ রসায়নবিদ এবং বিজ্ঞান প্রশাসক।

কর্মজীবন[সম্পাদনা]

১৯৬০ থেকে ১৯৭২ সালে অবসর নেওয়া পর্যন্ত মতিলাল ধর লখনউয়ের কেন্দ্রীয় ঔষধ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ছিলেন। তিনিই একমাত্র কাশ্মীরি পণ্ডিত যিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (বি.এইচ.ইউ.)-এর উপাচার্য হিসেবে দায়িত্বভার পালন করেছেন।[২][৩]

বিজ্ঞানে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার তাকে ১৯৭১ সালে পদ্মশ্রী দিয়ে সম্মানিত করে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The Kashmir Education, Culture and Science Society (Regd.)"। ১৩ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১২ 
  2. Moti Lal Dhar
  3. "Prominent Kashmiri people"। ১৩ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১২