বিষয়বস্তুতে চলুন

মটোক্রস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
একটি মোটরক্রস চড়নদার একটি লাফ বন্ধ আসছে.
মোটোক্রশ চ্যাম্পিয়নশিপ

মটোক্রস হচ্ছে একধরনের অফ-রোড মটরসাইকেল রেসিং, যা বিশেষভাবে প্রস্তুতকৃত রাস্তায় পরিচালিত হয়ে থাকে৷ এ রেসিং খেলাটির উদ্ভব হয়েছে যুক্তরাজ্যে অনুষ্ঠিত মটরসাইকেল ট্রায়াল কম্পিটিশন হতে৷[][]

ইতিহাস

[সম্পাদনা]

পূর্বেই উল্লেখ করা হয়েছে যে প্রতিযোগিতাটির উদ্ভব হয়েছে মটরসাইকেল ট্রায়াল কম্পিটিশন হতে৷ এ সকল কম্পিটিশনের মধ্যে ছিলো ১৯০৯ সালের অটো সাইকেল ক্লাব ট্রায়াল, ১৯১২ সালের স্কটিশ সিক্স ডেজ ট্রায়াল ইত্যাদি৷[][] রেসিং খেলাটি যুক্তরাজ্যে মূলত স্ক্র্যাম্বল রেসিং নামে পরিচিত ছিলো৷[] জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে আন্তর্জাতিকভাবে রেসিং খেলাটি মটোক্রস রেসিং নামে পরিচিতি লাভ করে৷ শব্দটির উদ্ভব হয়েছে মটোসাইকেল এর মটো এবং ক্রসকান্ট্রি এর ক্রস শব্দ সহযোগে৷[] যতদূর জানা যায়, প্রথম স্ক্র্যাম্বল রেসিং প্রতিযোগিতাটি ১৯২৪ সালে কিম্বার্লির সারেতে অনুষ্ঠিত হয়৷ ১৯৩০ সালে খেলাটি জনপ্রিয়তা লাভ করে, বিশেষ করে যখন ব্রিমিংহাম স্মল আর্মস কোম্পানি(বি এস এ), নর্টন ম্যাচলেস, রুজ এবং এজেএস এর টিমগুলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে৷ সেই সময় হতে স্ট্রীট রেসিং হতে অফ রোড রেসিং এর বাইকগুলোতে কিছুটা ভিন্নতা লক্ষ্য করা যায়৷ এক্ষেত্রে অফ রোড রেসিং এর মটরসাইকেলগুলোর মধ্যে প্রযুক্তিগত পরিবর্তন ঘটানো হয়৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিএসএ বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মটরসাইকেল কোম্পানি হিসাবে রেসিং এর জগতে আধিপত্য বিস্তার করে৷

১৯৫২ সালে মটর রেসারদের আন্তর্জাতিক গভর্নিং বডি এফআইএম একটি ৫০০ সি সি ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট ফর্মূলা একটি আলাদা ইউরোপিয়ান চ্যাম্পিয়ানশীপ তৈরি করে৷ ১৯৫৭ সালে এটি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপ পর্যায়ের প্রতিযোগিতায় উন্নীত হয়৷[][]

প্রধান প্রধান প্রতিযোগিতাগুলো

[সম্পাদনা]
  • এফআইএম মটোক্রস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপ
  • এএমএ মটোক্রস চ্যাম্পিয়নশীপ
  • মটোক্রস ড্যাস নেশন
  • ব্রিটিশ মটোক্রস চ্যাম্পিয়নশীপ

মটোক্রস হতে উদ্ভব হওয়া অন্যান্য খেলাসমূহ

  • ফ্রি স্টাইল
  • সুপারমটো
  • এটিভি/কোয়াড মটোক্রস
  • সুপারক্রস
  • সাইডজিপস
  • পিট বাইকস এবং মিনি-মটোক্রস

উপকরণসমূহ

[সম্পাদনা]

মটোক্রস মটোসাইকেল

  • হোন্ডা (জাপান)
  • কাওয়াসাকি (জাপান)
  • কেটিএম (অস্ট্রেলিয়া)
  • সুজুকি (জাপান)
  • ইয়ামাহা (জাপান)
  • হাস্কভার্না (অস্ট্রেলিয়া)

উপরের কোম্পানিগুলো হচ্ছে মটোসাইকেল বাজারের প্রধান ও বৃহৎ ছয়টি মটোসাইকেল নির্মানকারী কোম্পানি৷ ২০১২ সাল অনুযায়ী নিচের কোম্পানিগুলো হচ্ছে অপেক্ষাকৃত ছোট কোম্পানি৷

  • এজিপি (পর্তুগাল)
  • অ্যাপ্রিল্লা (ইটালি)
  • বেনেল্লি (ইটালি)
  • বেটা (ইটালি)
  • বিএমডাব্লিউ মটোরাড (জার্মানি)
  • সিসিএম (যুক্তরাজ্য)
  • কোবরা (আমেরিকা)
  • ডেমাক (মালয়েশিয়া)
  • ডার্বি (স্পেন)
  • গ্যাস গ্যাস (স্পেন)
  • জিপিএক্স রেসিং (থাইল্যান্ড)
  • মোজো মটোসাইকেলস (অস্ট্রেলিয়া)
  • পলিনি (ইটালি)
  • পিটস্টার প্রো (আমেরিকা)
  • মন্টেসা (স্পেন)
  • স্ট্যালিয়নস (থাইল্যান্ড)
  • থাম্পস্টার (অস্ট্রেলিয়া)
  • টিএম (ইটালি)
  • এটিকে (আমেরিকা)

গভর্নিং বডি

[সম্পাদনা]

সারা বিশ্বে মটোক্রস রেসিং নিয়ন্ত্রিত হয় ফেডারেশন ইন্টারন্যাশনাল দি মটোসাইক্লিজম (এফ আই এম) এর মাধ্যমে৷ ফেডারেশনটি পৃথিবীর বিভিন্ন দেশের সংগঠন নিয়ে গঠিত৷ এদের মধ্যে রয়েছে-

  • অস্ট্রেলিয়া- মটোসাইক্লিং অস্ট্রেলিয়া (এম এ)
  • বেলজিয়াম- ফেডারেশন মটোসাইক্লিস্ট ডি বেলজিকিউ (এফ এম বি)
  • কানাডা- কানাডিয়ান মটোস্পোর্ট রেসিং কর্পোরেশন (সি এম আর সি) এবং কানাডিয়ান মটোসাইকেল অ্যাসোসিয়েশন (সি এম এ)
  • চেক রিপাবলিক- অটোক্লাব চেক রিপাবলিক (এ সি সি আর)
  • ডেনমার্ক- ডেনমার্কস মোটর ইউনিয়ন (ডি এম ইউ)
  • ফ্রান্স- ফেডারেশন ফ্রাঞ্চিজ দি মটোসাইক্লিজম (এফ এফ এম)
  • জার্মানি- জার্মান মোটর স্পোর্ট বান্ড (ডি এম ইউ)
  • ইন্ডিয়া- ফেডারেশন অব মোটর স্পোর্টস ক্লাবস অব ইন্ডিয়া (এফ এম এস সি আই)
  • আয়ারল্যান্ড- মটোসাইকেল ইউনিয়ন অব আয়ারল্যান্ড (এম সি ইউ আই)
  • ইটালি- ফেডারাজয়নি মটোসাইক্লিসটিকা ইটালিয়ানা (এফ এম আই)
  • নিউজিল্যান্ড- মটোসাইক্লিং নিউজিল্যান্ড (এম এন জেড) এবং নিউজিল্যান্ড ডার্ট বাইক ফেডারেশন (এন জেড ডি বি এফ)
  • যুক্তরাজ্য- অটো সাইকেল ইউনিয়ন (এ সি ইউ)
  • আমেরিকা- আমেরিকান মোটরসাইক্লিস্ট এসোসিয়েশন (এ এম এ) ইত্যাদি৷

উল্লেখ

[সম্পাদনা]
  1. "Setright, L. J. K. (1979)"। The Guinness book of motorcycling facts and feats, Guinness Superlatives, pp। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৭ 
  2. "History of Individual supercross World Championships(PDF)" (পিডিএফ)। fim-live.com। ১১ অক্টোবর ২০১১। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৭ 
  3. "The Powerhouse MX Nations"। Google Books। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৭ 
  4. "Joël Robert at the Motorcycle Hall of Fame"। motorcyclemuseum.org। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৭