ভূবনেশ্বর প্রসাদ সিনহা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Bhuvaneshwar Prasad Sinha
6th Chief Justice of India
কাজের মেয়াদ
১ অক্টোবর ১৯৫৯ (1959-10-01) – ৩১ জানুয়ারি ১৯৬৪ (1964-01-31)
নিয়োগদাতাRajendra Prasad
পূর্বসূরীSudhi Ranjan Das
উত্তরসূরীP. B. Gajendragadkar
Chief Justice of Nagpur High court
কাজের মেয়াদ
1951-1954
পূর্বসূরীPrakash Chandra Tatia
D. N. Patel (acting)
Judge of Patna High Court
কাজের মেয়াদ
1943-1951
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৮৯৯-০২-০১)১ ফেব্রুয়ারি ১৮৯৯
Shahabad, Bengal Presidency (Now in Bhojpur, Bihar, India)
মৃত্যু১২ নভেম্বর ১৯৮৬(1986-11-12) (বয়স ৮৭)

শাহাবাদ (বর্তমানে ভোজপুর ), বেঙ্গল প্রেসিডেন্সির ভুবনেশ্বর প্রসাদ সিনহা (১ ফেব্রুয়ারি ১৮৯৯ - ১২ নভেম্বর ১৯৮৬) ছিলেন ভারতের ৬ তম প্রধান বিচারপতি (১ অক্টোবর ১৯৫৯ - ৩২ জানুয়ারি ১৯৬৪)। তিনি এপ্রিল ১৯৬৫ থেকে ফেব্রুয়ারি ১৯৬৭ পর্যন্ত ভারত স্কাউটস এবং গাইডের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। জনাব সিনহা রাজওয়াদা গাজিয়াপুর এস্টেট, সিনহা আরাহ (বর্তমান ভোজপুর) জেলার একটি বিশিষ্ট উচ্চবর্ণের হিন্দু ক্ষত্রিয় পরিবারে জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন। তার নাতি বিপি সিং ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি।

সিনহা ১ অক্টোবর ১৯৫৯ থেকে ৩১ জানুয়ারী ১৯৬৪ পর্যন্ত ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

একজন গভীরভাবে ধার্মিক ব্যক্তি তার অবসর গ্রহণের পর সিনহা একটি শান্ত জীবন যাপন করেন যা বেশিরভাগ আধ্যাত্মিক সাধনায় নিবেদিত ছিল যদিও তিনি বেশ কয়েকটি ব্যক্তিগত সালিশি মামলা গ্রহণ করেছিলেন। পরবর্তীকালে অন্ধ হয়ে ১৯৮৬ সালে তিনি মারা যায়।[১]

কর্মজীবন[সম্পাদনা]

তিনি আররাহ জিলা স্কুল পাটনা কলেজ এবং পাটনা ল কলেজে শিক্ষা লাভ করেন।

১৯১৯ সালে বি. এ. (অনার্স)) এবং ১৯২১ সালে পাটনা বিশ্ববিদ্যালয়ে থেকে এম. এ. পরীক্ষায় প্রার্থীদের তালিকায় শীর্ষে ছিলেন সিনহা। ১৯২২ থেকে ১৯২৭ সাল পর্যন্ত তিনি পাটনা হাইকোর্টে উকিল ছিলেন। পরে ১৯২৭ সালে তিনি আইনজীবী হন এবং সরকারি বিভাগে প্রভাষকের পদও লাভ করেন। পাটনার আইন কলেজ, যে দুটি কলেজই তিনি ১৯৩৫ সাল পর্যন্ত পড়াশোনা চালিয়ে যান। তিনি পাটনা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সিনেট এবং আইন পরীক্ষক পর্ষদের সদস্য ছিলেন। তিনি কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় আদালতের সদস্য হন যেখানে তিনি ১৯৩৫ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত সরকারি উকিল ছিলেন। ইতিহাসে প্রথম স্থান অধিকারের জন্য তিনি ছিলেন শ্রীমতি রাধিকা সিনহা স্বর্ণপদক বিজয়ী।

তিনি একজন সহকারী সরকারী হন। ১৮৪০ সালে অ্যাডভোকেট ও ১৯৪৩ সালে পাটনা হাইকোর্টের বিচারপতি। তিনি ১৯৫১ সালে নাগপুর হাইকোর্টের প্রধান বিচারপতির পদে উন্নীত হন এবং অবশেষে ১৯৫৪ সালের ডিসেম্বরে সুপ্রিম কোর্টের বিচারপতির পদে উন্নীত হন যেখানে তিনি ৩০ সেপ্টেম্বর, ১৯৫৯ পর্যন্ত ছিলেন। তিনি অবশেষে ১৯৫৯ সালে ভারতের প্রধান বিচারপতি হন এবং ১৯৬৪ সাল পর্যন্ত তিনি ছিলেন এবং তারপর তিনি অবসর গ্রহণ করেন।[২]

প্রকাশিত কাজ[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Gardbois Jr., George H. (২০১১)। Judges of the Supreme Court of India 1950-1989। Oxford University Press। পৃষ্ঠা 20–30। আইএসবিএন 978-0-19-807061-0 
  2. "Chief Justice & Judges | SUPREME COURT OF INDIA"main.sci.gov.in। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৩ 
আইন দফতর
পূর্বসূরী
{{{before}}}
{{{title}}}
{{{years}}}
উত্তরসূরী
{{{after}}}
পূর্বসূরী
{{{before}}}
{{{title}}}
{{{years}}}
উত্তরসূরী
{{{after}}}

টেমপ্লেট:Chief Justices of India