ভি. এম. রাজালক্ষ্মী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভি. এম. রাজালক্ষ্মী একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ১৫তম তামিলনাড়ু বিধানসভার সদস্য। তিনি এআইএডিএমকে’র প্রার্থী হিসাবে শঙ্করঙ্কোয়েল আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।

জয়ললিতা ভি. এম. রাজলক্ষ্মীকে আদি দ্রাবিড় ও উপজাতি কল্যাণ মন্ত্রী হিসাবে ২০১৬ সালের মে মাসে নিয়োগ করেছিলেন। এটি ছিলতামিলনাড়ু সরকারের প্রথম মন্ত্রিসভা পদ। । [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Jayalalithaa and her 28-member Cabinet to be sworn in on May 23"The Hindu। ২১ মে ২০১৬। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-০৪