ভির: দ্য রোবট বয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ভির দ্যা রোবট বয় থেকে পুনর্নির্দেশিত)
ভির: দ্য রোবট বয়
ভির দ্যা রোবট বয় এর প্রাক দর্শন
ধরনকর্ম
লেখককাহিনী
সুহাস কাদাভ
ধীরাজ বেরী
নিরাজ ভিকরাম
স্ক্রিনপ্লে
নিরাজ ভিকরাম
ডায়ালজিওস
নিরাজ ভিকরাম
পরিচালকসুহাস কাদাভ
উপস্থাপককেদান মেহতা এবং হাঙ্গামা টিভি
আবহ সঙ্গীত রচয়িতাআরজিয়া
উদ্বোধনী সঙ্গীত"ভির: দ্যা রোবট বয়"
সমাপনী সঙ্গীত"ভির: দ্যা রোবট বয়"
মূল দেশভারত ভারত
মূল ভাষাহিন্দি
মৌসুমের সংখ্যা
পর্বের সংখ্যা৮১ (পর্বের তালিকা)
নির্মাণ
প্রযোজকআনিস মেহতা
চিত্রগ্রাহকমায়া ডিজিটাল স্টুডিও
ব্যাপ্তিকাল৩০ মিনিট
নির্মাণ কোম্পানিমায়া ডিজিটাল স্টুডিও
মুক্তি
মূল নেটওয়ার্কহাঙ্গামা টিভি
মূল মুক্তির তারিখ১১/০৯/২০১৩ ইং –
০২/১২/২০১৬

ভির দ্যা রোবট বয় ভারতের বহুল প্রাচারিত হাঙ্গামা টিভি তে প্রচারিত শিশুদের রোমাঞ্চকর একটি টিভি সিরিজ।এটি একটি হিউম্যানোয়েড রোবট এবং তার রোমাঞ্চকে কেন্দ্র করে তৈরী হয়েছে।এটি মায়া ডিজিটাল স্টুডিওর একটি পণ্য এবং এর সার্বিক সহযোগীতা করেছেন কসমস এন্টারটেইনমেন্ট।যেটি সিঙ্গাপুরে অবস্থিত।ভির তার দাদা ডঃ প্রেম সাহার সাথে ফুরসাত গঞ্জে বসবাস করে।ডিসেম্বর ৯, ২০১৭ সালে এর সম্প্রচার শুরু হয়।এটির প্রথম পর্ব হলো পৃথিবীতে বিপদ। এটা সকাল ১১ টার দিকে প্রথম প্রাচারিত হয়।ভির সুপার হিউম্যান নামে পরিচিত।

আন্তরজার্তিক সম্মাণনা[সম্পাদনা]

সারসংক্ষেপ[সম্পাদনা]

ভির মানব সদৃশ একটি রোবট যার ভিতর একজন মানুষের সব গুনাবলি থাকার সাথে সাথে অলৌকিক ক্ষমতাও আছে যা তাকে সুপার হিউম্যান হিসেবে গড়ে তুলেছে।এই সিরিজটি ভির এর ধুর্ততা এবং তার উপস্থিত বুদ্ধিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে।তার সবচেয়ে কাছের বন্ধুর নাম হলো চুলবুল(তার পোষা গাঁধা) ৮ বছরের বালিকা ইমলি এবং জিন্টু (তার পোষা জ্বীন্)।তার নির্মাতার নাম হলো ডাঃ প্রেম সাহায় এবং সে তার সাথে বসবাস করে।তার চির প্রতিদ্বন্দ্বীর নাম হলো ম্যাড ম্যাক্স এবং তার অনুগত টিভবাকটু।ম্যাড ম্যাক্স একজন বিজ্ঞানী যে ভিরকে বন্দী করে তাকে ধ্বংস করে দিতে চায় কিন্ত পরে তার মত একটি রোবট তৈরী করতে চায়।ভির এর মত আরেকটি রোবট তৈরী করে মানব সভ্যতাকে ধ্বংস করে আরেকটি জগৎ তৈরী করতে চেয়েছে যেখানে সে একাই রাজত্ব করতে পারে।ডঃ প্রেম সাহায় একজন দায়ালু বৃদ্ধ মানুষ যিনি মানুষের ভালোর জন্যে রোবটটি তৈরী করেছেন।[১][২]

পর্বগুলি[সম্পাদনা]

পর্বগুলির সংখ্যা পর্বগুলির নাম
পৃথিবীর বিপদ
বান্টি দা রোবট বয়
বহুরূপী
চুলবুলের শুভ জন্মদিন
ভনগ্রীহী পেডরো
রোবট এর গাছ (বিশেষ পর্ব)
ছোট ম্যাড ম্যাক্স (বিশেষ পর্ব)
ভুল বুলাইয়া
কৃষ্ণ গহব্বর
১০ ভির এক ভিলেন
১১ নকল ভীনগ্রহী (বিশেষ পর্ব)
১২ নারী জ্বীন (বিশেষ পর্ব)
১৩ ভীর এর কন্ঠস্বর
১৪ টিভবাকটু এর জ্বীন
১৫ মুর্তি মানব
১৬ ভির বনাম ১০ রোবট
১৭ এমলি একজন ক্যারাতে বালিকা
১৮ ভির এর রোবো বয় স্যুট
১৯ ম্যাড ম্যাক্স ছদ্দবেশি দাদাজী
২০ কসমিক উলফ পাওয়ার
২১ দুই মানুষ
২২ ভির এর রোবো বয় স্যুট ২
২৩ বুরা না মান হলি হে
২৪ বনভোজন
২৫ সেভ টাইগার
২৬ চালাক পাইলট
২৭ বেবি জিন্টু (বিশেষ পর্ব)
২৮ ফুটবল খেলা
২৯ রোবট অক্টপাস
৩০ রোবট এনাকন্ডা
৩১ বর রোবট এর মৌমাসির আক্রমণ
৩২ ভির বনাম রোবট মৌমাসি
৩৩ রোবট ভির
৩৪ ট্রেনকে অনুসরন করা
৩৫ জিন্টুর সাথে চিন্টুর সাক্ষাত
৩৬ ভির বনাম ৭ বিপদজনক রোবট (বিশেষ পর্ব)
৩৭ দি লাইটিং
৩৮ রোবট এর ডাস্টবিন
৩৯ রোবট কার
৪০ রোবট পরিদর্শন
৪১ টিমবাকটু
৪২ ভির বনাম ইয়াতি
৪৩ ভির বনাম রোবক্রাপ্ট
৪৪ ভির বনাম ড্রগস
৪৫ ভির বনাম মিঃ হ্যাট
৪৬ ভির জোনাকির দুনিয়াতে(বিশেষ পর্ব)
৪৭ ভির বনাম ডেন্জার ডেভিল
৪৮ নাচের প্রতিযোগিতা
৪৯ টিকটিক সদৃশ্য মানুষ
৫০ ইলেকট্রিক ট্রান্সফর্মান
৫১ ভির এর মুখোস
৫২ চালাক চোর
৫৩ ফরসাত গঞ্জের দিপাবলি(বিশেষ পর্ব)
৫৪ মেরি খ্রিস্টমাস ফুরসাত গঞ্জ (বিশেষ পর্ব)
৫৫ ভির এর শাস্তি
৫৬ চাতুরি জিন্টু
৫৭ লালান ডাকু
৫৮ ফুরসাত গঞ্জকে হুমকি
৫৯ বাখেনো
৬০ পোশা প্রাণির প্রতিযোগিতা
৬১ দ্যা ড্রাপ্ফট
৬২ স্টার এলিয়েন
৬৩ ভুত বাংলো
৬৪ ভির বনাম খেলনা রোবট
৬৫ জঙ্গল সাফারি
৬৬ ম্যাজিকাল বান্টি
৬৭ বাবলি এবং বান্ট গোয়েন্দা
৬৮ চুলবুলের বিপদ
৬৯ মিসিং চুলবুল
৭০ শয়তান লিলিফুটস
৭১ মাথা ছাড়া ভূত
৭২ হীরা চোর নাটওয়ারলাল
৭৩ নিন্জা মাষ্টার
৭৪ মস্তিষ্ক নিয়ন্ত্রণ কারী মৌমাসি
৭৫ মিসিং জিন্টু
৭৬ উড়ন্ত পাখা
৭৭ লাফিং রোবট
৭৮ ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা
৭৯ কৃত্তিম উপগ্রহ উত্তলোন
৮০ ফ্যাকটরিট এটাক্ট
৮১ ব্লব এটাক্ট

মুভি[সম্পাদনা]

নিচে ভির এর ১২ টি মুভি বিদ্যমান:-
# ভারত প্রথম সম্পচার
সিনেমা টেলিভিশন
ভির কা মহাসংগ্রাম প্রচারিত মার্চ ২২ ২০১৬
আন বিয়ারেবল ভির প্রচারিত নভেম্বর ১৯ ২০১৬
ভির কা মহাসংগ্রম ২ প্রচারিত নভেম্বর ৪ ২০১৬
হীরো নং ১ প্রচারিত নভেম্বর ২২ ২০১৬
রোবট এর যুদ্ধ প্রচারিত নভেম্বর ৭ ২০১৬
সবচেয়ে বারকার মোকাবেলা প্রচরিত নভেম্বর ১২ ২০১৬
ভির একজন রক্ষক প্রচারিত জুলাই ২৩ ২০১৬
ভির একজন রক্ষক রিটার্ণ ২ প্রচারিত নভেম্বর ২৫ ২০১৬
' মাহাবীর ভির প্রচারিত নভেম্বর ১৬ ২০১৬
১০ খিলাদিয়ান কা খিলাড়ি প্রচারিত নভেম্বর ৫ ২০১৭
১১ ইলান এ জিন প্রচারিত নভেম্বর ৫ ২০১৬
১২ ভির কা ইনসাফ প্রচারিত ডিসেম্বর ২ ২০১৬

কমপ্লিশন[সম্পাদনা]

কমপ্লিশন. কমপ্লিশন এর পর্বগুলির সংখ্যা
স্কুল ডাইরি
জিন্টু জাগস
ভির বনাম ইভেল
রাওডে রোবো এটাক্ট
চাদ্দা চাচা
বন্য প্রণীর মজা
ম্যাড ম্যাক্স এর ইনভেনশন

চরিত্র[সম্পাদনা]

  • ভির. ভির একটি মানব সদৃশ্য রোবট যার নির্মাতা হলেন ডঃ প্রেম সাহায়।সে তার উপস্থিত বুদ্ধির মাধ্যমে বিপদ থেকে রক্ষা পায় এবং ফুরসাত গঞ্জের হিরো।
  • ইমলি.ইমলি ভির এর কাছের বন্ধু।ভির যখন বিপদে পড়ে তখন ইমলি তার জীবন বাজি রেখে রক্ষা করে।
  • জিন্টু জিন্টু হলো ভির এর অনুগত জ্বীন।সে ভিরকে তার জাদু শক্তি দিয়ে সাহায্য করে।চাট তার প্রিয় খাদ্য।তার মাথায় আঘাত লাগলে সে সব ভুলে যায়
  • ম্যাড ম্যাক্স সে একজন খারাপ বিজ্ঞানি এবং ভির এর একমাত্র শত্রু
  • টিমবাকটু সে ম্যাড ম্যাক্স এর অনুগত কর্মচারী
  • মোনা সে ম্যাড ম্যাক্স এর অনুগত বিড়াল
  • বান্টি সে ভির এর শত্রু এবং ভিরকে সে প্রায়ই অনুসরন করে
  • চুলবুল সে ভির বন্ধু এবং পোশা প্রাণি

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ভির দ্যা রোবট বয় -কসমস মায়া প্রোডাক্ট"এশিয়া টিভি। ২০১৫-১২-০১। সংগ্রহের তারিখ ২০১৬-১১-১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. মিলিগান, মার্কিডেস (১৯ মে ২০১৬)। "কসমস মায়াডিজিটাল স্টুডিও"এনিমেশন ম্যাগাজিং। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৬