ভিন্ন জগৎ পার্ক
অবয়ব
ভিন্ন জগৎ পার্ক | |
---|---|
![]() | |
অবস্থান | গংগাচড়া, রংপুর |
ওয়েবসাইট | https://www.vinnyajagat.com/ |
ভিন্ন জগৎ রংপুর বিভাগের একটি অন্যতম পার্ক।
অবস্থান
[সম্পাদনা]এটি রংপুর বিভাগের রংপুর জেলার অন্তর্গত গঙাচড়া উপজেলার গঞ্জিপুরে অবস্থিত।[১]
ইতিহাস
[সম্পাদনা]প্রবেশ মূল্য
[সম্পাদনা]এই পার্কটিতে প্রবেশ করতে টিকেট কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করতে হবে। প্রতিটি টিকেটের মূল্য ১০০ টাকা।
স্থাপনা
[সম্পাদনা]সবুজে ঘেরা এই পার্কটিতে রয়েছে নানান স্থাপনা। এখানে রয়েছে লোকজ সংস্কৃতির 'সোনার তরী' কমিউনিটি সেন্টার, তিন তারকা মানের রেস্ট হাউস 'ড্রিম প্যালেস' ও 'রয়েল প্যালেস', উপাসনালয়, বিপণী বিতান। মহাকাশ দেখার জন্য রয়েছে প্লানেটোরিয়াম। এছাড়া অন্য পার্কের মতো রয়েছে স্পিনিং হেড, নাগরদোলা, ম্যারি গো রাইন্ড, রেলগাড়িসহ বিভিন্ন রাইড।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ভিন্ন জগৎ পার্ক"। ১৯ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ {{cite news|url=http://m.banglanews24.com/nationalnews/bd/142482.details[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]