ভিক্টর অসিরভাথাম
অবয়ব
ব্যক্তিগত তথ্য | |
---|---|
জাতীয়তা | মালয়েশীয় |
জন্ম | ইপোহ, মালয়েশিয়া | ২৫ সেপ্টেম্বর ১৯৪০
মৃত্যু | ১১ মে ২০২১ ইপোহ, মালয়েশিয়া | (বয়স ৮০)
ক্রীড়া | |
ক্রীড়া | স্প্রিন্টিং |
বিভাগ | ৪০০ মিটার |
ভিক্টর অসিরভাথাম (২৫ সেপ্টেম্বর ১৯৪০ - ১১ মে ২০২১) ছিলেন একজন মালয়েশীয় স্প্রিন্টার।
ব্যক্তিগতভাবে তিনি ১৯৬৫ এবং ১৯৬৭ দক্ষিণ-পূর্ব এশিয়ান পেনিনসুলার গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।[১] এছাড়াও তিনি ১৯৬৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ৪০০ মিটারে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।[২]
রিলে রেসে, তিনি ১৯৬৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে ৪ × ৪০০ মিটার রিলেতে হিটে বাদ পড়ে যান।
তিনি ২০২১ সালের ১১ মে মারা যান।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "South East Asian Games"। GBR Athletics। Athletics Weekly। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২১।
- ↑ ইভান্স, হিলারি; গিয়ার্ড, আরিল্ড; হাইম্যানস, ইরোইন; ম্যালন, বিল; ও অন্যান্য। "Victor Asirvatham Olympic Results"। Sports-Reference.com এ অলিম্পিক। স্পোর্টস রেফারেন্স এলএলসি। ১৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৭।
- ↑ "Former Malaysian runner and Olympian Asir Victor dies at 81"। Malay Mail। ১১ মে ২০২১। সংগ্রহের তারিখ ১১ মে ২০২১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- অলিম্পিডিয়ায় ভিক্টর অসিরভাথাম (ইংরেজি)
বিষয়শ্রেণীসমূহ:
- এশিয়ান গেমসে পদক বিজয়ী মল্লক্রীড়াবিদ (ট্র্যাক অ্যান্ড ফিল্ড)
- ১৯৭০ এশিয়ান গেমসের পদক বিজয়ী
- ১৯৬৬ এশিয়ান গেমসের পদক বিজয়ী
- ১৯৬২ এশিয়ান গেমসের পদক বিজয়ী
- এশিয়ান গেমসে ব্রোঞ্জপদক বিজয়ী মালয়েশীয়
- এশিয়ান গেমসে রৌপ্যপদক বিজয়ী মালয়েশীয়
- ১৯৭০ এশিয়ান গেমসের মল্লক্রীড়াবিদ (ট্র্যাক অ্যান্ড ফিল্ড)
- ১৯৬৬ এশিয়ান গেমসের মল্লক্রীড়াবিদ (ট্র্যাক অ্যান্ড ফিল্ড)
- ১৯৬২ এশিয়ান গেমসের মল্লক্রীড়াবিদ (ট্র্যাক অ্যান্ড ফিল্ড)
- কমনওয়েলথ গেমসে মালয়ের প্রতিযোগী
- মালয়েশিয়ার অলিম্পিক মল্লক্রীড়াবিদ
- মালয়েশীয় পুরুষ স্প্রিন্টার
- ১৯৬৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে মল্লক্রীড়াবিদ (ট্র্যাক অ্যান্ড ফিল্ড)
- ১৯৬৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে মল্লক্রীড়াবিদ (ট্র্যাক অ্যান্ড ফিল্ড)
- ২০২১-এ মৃত্যু
- ১৯৪০-এ জন্ম
- ১৯৬২ ব্রিটিশ এম্পায়ার অ্যান্ড কমনওয়েলথ গেমসের মল্লক্রীড়াবিদ (ট্র্যাক অ্যান্ড ফিল্ড)
- মল্লক্রীড়ায় এসইএ গেমস পদক বিজয়ী
- এসইএ গেমস স্বর্ণপদক বিজয়ী মালয়েশীয়